Connect with us
ক্রিকেট

শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, ২-০ তে সিরিজ জয় বাংলাদেশের

Last match abandoned due to rain, Bangladesh wins series 2-0
সিরিজের তৃতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। ছবি- সংগৃহীত

বাংলাদেশনেদারল্যান্ডসের মধ্যকার শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছেপ্রথম ইনিংসে দুই দফায় হানা দেয় বৃষ্টিতবে দ্বিতীয়বার বৃষ্টি হানা দিলে পরবর্তীতে আর মাঠে গড়ায়নি ম্যাচটিফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়এতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানের জয় নিয়ে ট্রফি জিতল লিটন দাসের দল

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশটাইগাররা ৪.১ ওভার ব্যাট করার পর প্রথমবার হানা দেয় বৃষ্টিপ্রথম দফায় ৩৫ মিনিট নষ্ট হলেও কোনো ওভার কাটা হয়নিতবে ইনিংস শেষ হওয়ার আগেই ফের হানা দেয় বৃষ্টিপরবর্তীতে আর মাঠে গড়ায়নি বাকি খেলা



দ্বিতীয়বার বৃষ্টি হানা দেওয়ার আগ পর্যন্ত ১৮.২ ওভারেউইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল বাংলাদেশদলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লিটন দাস। ৪৬ বলেচার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার

এদিন ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ঝোড়ো শুরু এনে দেন লিটনতবে অপরপ্রান্তে নামা সাইফ হাসান বেশিক্ষণ টিকতে পারেননিবলে ১২ রান করে ফেরেন তিনিবৃষ্টি হানা দেওয়ার আগে ৪.১ ওভার ৬০ রান তুলেছিল বাংলাদেশতবে বৃষ্টির পর খেলা শুরু হলে রান তোলার গতি কিছুটা কমে যায়

এর মাঝে ৭৭ রানের মাথায় হৃদয় ১৪ বলে মাত্ররান করে ফেরেনএরপর শামীম হোসেন এসেও কিছুটা ধীরগতিতে খেলেনতবে অপরপ্রান্তে রানের চাকা সচল রাখেন লিটনদলীয় ১২১ রানে সমাপ্তি ঘটে লিটনের ইনিংসেএকই ওভারে ফিরে যান শামীমওসাজঘরে ফেরার আফে ১৯ বলে ২১ রান করেন এই ব্যাটার

পরবর্তীতে জাকের আলিনুরুল হাসান সোহান মিলে বাংলাদেশকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নেনতবে ১৮.২ ওভার খেলা হওয়ার পর বন্ধ হয় খেলাজাকের আলি ১৩ বলে ১চার ও ১ছক্কায় ২১ এবং সোহান ১১ বলেছক্কায় ২২ রান করে অপরাজিত ছিলেন

এর আগে প্রথম টি-টোয়েন্টিউইকেটে এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতেউইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। 

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট