
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। প্রথম ইনিংসে দুই দফায় হানা দেয় বৃষ্টি। তবে দ্বিতীয়বার বৃষ্টি হানা দিলে পরবর্তীতে আর মাঠে গড়ায়নি ম্যাচটি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানের জয় নিয়ে ট্রফি জিতল লিটন দাসের দল।
বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। টাইগাররা ৪.১ ওভার ব্যাট করার পর প্রথমবার হানা দেয় বৃষ্টি। প্রথম দফায় ৩৫ মিনিট নষ্ট হলেও কোনো ওভার কাটা হয়নি। তবে ইনিংস শেষ হওয়ার আগেই ফের হানা দেয় বৃষ্টি। পরবর্তীতে আর মাঠে গড়ায়নি বাকি খেলা।
দ্বিতীয়বার বৃষ্টি হানা দেওয়ার আগ পর্যন্ত ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লিটন দাস। ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার।
এদিন ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ঝোড়ো শুরু এনে দেন লিটন। তবে অপরপ্রান্তে নামা সাইফ হাসান বেশিক্ষণ টিকতে পারেননি ৮ বলে ১২ রান করে ফেরেন তিনি। বৃষ্টি হানা দেওয়ার আগে ৪.১ ওভার ৬০ রান তুলেছিল বাংলাদেশ। তবে বৃষ্টির পর খেলা শুরু হলে রান তোলার গতি কিছুটা কমে যায়।
এর মাঝে ৭৭ রানের মাথায় হৃদয় ১৪ বলে মাত্র ৯ রান করে ফেরেন। এরপর শামীম হোসেন এসেও কিছুটা ধীরগতিতে খেলেন। তবে অপরপ্রান্তে রানের চাকা সচল রাখেন লিটন। দলীয় ১২১ রানে সমাপ্তি ঘটে লিটনের ইনিংসে। একই ওভারে ফিরে যান শামীমও। সাজঘরে ফেরার আফে ১৯ বলে ২১ রান করেন এই ব্যাটার।
পরবর্তীতে জাকের আলি ও নুরুল হাসান সোহান মিলে বাংলাদেশকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নেন। তবে ১৮.২ ওভার খেলা হওয়ার পর বন্ধ হয় খেলা। জাকের আলি ১৩ বলে ১চার ও ১ছক্কায় ২১ এবং সোহান ১১ বলে ২ ছক্কায় ২২ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে প্রথম টি-টোয়েন্টি ৮ উইকেটে এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৫/বিটি
