Connect with us
ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের টেস্ট ক্রিকেট পুনরুজ্জীবিত করার আহ্বান লারার

ওয়েস্ট ইন্ডিজ দল ও ব্রায়ান লারা
ওয়েস্ট ইন্ডিজ দল ও ব্রায়ান লারা

ওয়েস্ট ইন্ডিজের বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটে উৎসাহ ও প্রতিশ্রুতি পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা।

সিইএট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডসে বক্তব্যে লারা বলেন, ‘ ক্রিকেটে পরিবর্তন আনতে কৌশল বা অবকাঠামো নয়, খেলোয়াড়দের মনোভাব ও নিষ্ঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ক্রিকেটে উন্নতির জন্য নিজেদের প্রচেষ্টা প্রয়োজন উল্লেখ করে লারা আরো বলেন, ‘রোস্টন চেজ এবং অন্যান্যদের আমি বলতে চাই, আপনাদের কি সত্যিই ক্রিকেট হৃদয়ে আছে? আপনি কি সত্যিই ওয়েস্ট ইন্ডিজের জন্য খেলতে চান?  এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সত্যিই ইচ্ছা থাকলে আপনি একটি উপায় খুঁজে বের করবেন।’



অতীত ও বর্তমানের পার্থক্য তুলে ধরে লারা বলেন, ‘৩০-৪০ বছর আগে আমাদের সুবিধা ছিল কম। ভিভ রিচার্ডসও ভালো প্র্যাকটিস পিচে খেলেননি। তবু উৎসাহ আলাদা ছিল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার উৎসাহের জায়গা অন্য রকম ছিল।’

টেস্টে বড় দলগুলোর আধিপত্য ও ছোট দলগুলোর জন্য চ্যালেঞ্জের কথাও বলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটার। শেষে তিনি টেস্ট ক্রিকেট বাঁচাতে সমাধান খোঁজার কথা উল্লেখ করে বলেন, ‘আমি সমস্যার সমাধান খুঁজতে চাই, হাল ছেড়ে দিতে চাই না। খেলোয়াড় ও ভক্তদের মধ্যে আগ্রহ জাগানোই টেস্ট ক্রিকেটকে বাঁচাতে পারে।’

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট