
পিএসএলে দল পেয়েছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝপথে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পিএসএল দিয়ে গত ডিসেম্বরের পর পুনরায় প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরতে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার।
গতকাল রাতেই পিএসএলে সাকিবের দল পাওয়ার বিষয়ে জানা গিয়েছিল। যদিও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফ্রাঞ্চাইজিটি। তবে আজ বৃহস্পতিবার (১৫ মে) এক আনুষ্ঠানিক ঘোষণায় সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিশাদ হোসেনদের দলটি। সাকিবকে স্বাগত জানিয়ে এক বার্তাও দিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
লাহোর কালান্দার্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবকে স্বাগত জানিয়ে লিখেছে, ‘আমাদের নতুন কালান্দারকে স্বাগত! লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ড্যারিল মিচেলের জায়গায় দলে যোগ দিয়েছেন, যিনি ঘরের মাঠে করাচির বিপক্ষে খেলা চলাকালীন হাতে আঘাত পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন।’

সাকিবকে স্বাগত জানিয়ে লাহোর কালান্দার্সের বার্তা। ছবি- সংগৃহীত
আরও পড়ুন:
» শান্ত-লিটনদের পাকিস্তান সফর নিয়ে মিলল সুখবর
» টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলাদেশ কত পাচ্ছে?
অনেকদিন ধরেই মাঠের বাইরে আছেন সাকিব। আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যেই অবসর নিয়েছেন তিনি। ওয়ানডে খেলার কথা থাকলেও বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন তিনি। সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে লঙ্কা টি-১০ লিগে।
গত ডিসেম্বরে বোলিং থেকে নিষিদ্ধ হন সাকিব। এরপর বেশ কয়েকবার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় বোলিং করার সুযোগ পেয়েছেন এই অলরাউন্ডার। অবশেষে পিএসএল দিয়ে বাইশ গজে ফিরতে যাচ্ছেন এই টাইগার তারকা।
এদিকে পিএসএলের এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রিশাদ হোসেন। মাঝে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল স্থগিত হওয়ায় দেশে ফিরে আসেন এই লেগ স্পিনার। আগামী ১৭ মে থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি। তবে জাতীয় দলের হয়ে আরব আমিরাত সিরিজে অংশগ্রহণের কারণে পিএসএলের বাকি অংশে দেখা যাবে না রিশাদকে।
উল্লেখ্য, ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় সাকিবের। করাচি ছাড়াও পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার। পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ব্যাট হাতে রেটে ১৮১ রানের পাশাপাশি বল হাতে ৮টি উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/১৫মে২৫/বিটি
