Connect with us
ফুটবল

ইয়ামালের ব্যালন ডি’অর না জেতার কারণ জানালেন লা লিগা সভাপতি

Yamal
লামিন ইয়ামাল ও জেভিয়ার তেবাস। ছবি- সংগৃহীত

এ বছর স্প্যানিশ ফুটবলার ইয়ামালকে ছাপিয়ে ব্যালন ডি’অর জয় করেছেন পিএসজির ওসমান দেম্বেলে। শুধুমাত্র বয়সের কারণে ইয়ামাল এবারের ব্যালন ডি’অর নিজের করে নিতে পারেনি বলে মনে করেন লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস। খুব তারাতাড়ি এই মর্যাদাপূর্ণ পুরস্কার তার হাতে উঠবে বলে মনে করেন তিনি।

‎গত সোমবার (২২ সেপ্টেম্বর) ঘোষণা করা হয়েছে এবারের ব্যালন ডি’অর।

লামিন ইয়ামালকে পেছনে ফেলে এই ব্যক্তিগত অর্জন নিজের করে নেন ওসমান দেম্বেলে। তবে খালি হাতে ফেরেননি ইয়ামাল। অনূর্ধ্ব-২১-এ বিশ্বের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তিনি দ্বিতীয় বারের মতো নিজের করে নিলেন এই পুরস্কার।

‎ব্যালন ডি’অর লামিন এর হাতে না ওঠার কারণে হিসেবে লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস বলেন, তার বয়স যদি ২৩ বছরের বেশি হতো তবে হয়তো বা সে এই পুরস্কার জয় করত। আমি নিশ্চিত, যেহেতু তার বয়স কম এবং একটি ট্রফি সে পেয়ে গিয়েছিল, সে কারণেই ব্যালন ডি’অর জিততে পারেনি।

‎তবে তার সঙ্গে একমত হতে পারেনি বার্সেলোনা সভাপতি হুলান লাপোর্তা। তার মতে ব্যালন ডি’অর জেতা না জেতায় পার্থক্য করেছে ওয়েফা চ্যাম্পিয়নস লিগ।

গত মৌসুমে দেম্বেলে ৫৩ ম্যাচে ৩৫টি গোল করে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ এনে দিয়েছে। এছাড়াও ঘরোয়া ও লিগ কাপও জয় করেছে দলটি।

‎ইয়ামালও কম অর্জন করেনি, ৫৫ ম্যাচে ১৮ গোল করে বার্সেলোনাকে লা লিগা, স্প্যানিশ সুপার কোপা ও কোপা দেল রে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় কাতালানদের।

‎তেবাসের দৃঢ় বিশ্বাস ইয়ামালও এই পুরস্কার জিতবেন খুব তারাতাড়ি ।

লা লিগার সভাপতি মনে করেন, ‘যদি ইয়ামাল এই ফর্ম ধরে রাখতে পারে, তবে সন্দেহ নেই খুব শিগগিরই সে ব্যালন ডি’অর জিতবে।’



ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল