
নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভিয়ারিয়াল ও বার্সেলোনার ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে দাঁড়ালো লা লিগা। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ।
আগামী ডিসেম্বরে মিয়ামিতে ভিয়ারিয়াল ও বার্সেলোনার আয়োজনের পরিকল্পনা করেছিল লা লিগা কর্তৃপক্ষ। স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, স্পেনে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া প্রতিক্রিয়ার কারণে ম্যাচটি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর আমেরিকার বাজারে লা লিগার সহযোগী প্রতিষ্ঠান ‘রেলেভেন্ট’।
বিবৃতিতে বলা হয়, ‘মায়ামিতে ম্যাচের আয়োজকদের সঙ্গে আলোচনা শেষে তারা (রেলেভেন্ট) স্পেনে গত কয়েক সপ্তাহে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে। লা লিগা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে, এই প্রকল্প স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিকীকরণের ঐতিহাসিক সুযোগ হতে পারত, কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের বাইরে একটি আনুষ্ঠানিক ম্যাচ আয়োজন করা আমাদের প্রতিযোগিতাকে বিশ্বজুড়ে প্রসারের পথে একটি বড় পদক্ষেপ হতো। এতে ক্লাবগুলোর আন্তর্জাতিক অবস্থান, খেলোয়াড়দের পরিচিতি এবং স্প্যানিশ ফুটবলের ব্র্যান্ড শক্তিশালী হতো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো কৌশলগত বাজারে।’
রেলেভেন্টের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্পেনে বর্তমান অনিশ্চয়তার কারণে আমরা ২১ ডিসেম্বর মায়ামিতে নির্ধারিত ভিয়ারিয়াল বনাম বার্সেলোনার ম্যাচটি স্থগিত করার প্রয়োজনীয়তা সম্পর্কে লা লিগাকে জানিয়েছি।’
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত মঙ্গলবার লা লিগা জানায়, টিকিটের প্রি-সেল বিলম্বিত হচ্ছে, তবে তারা তখন বিলম্বের কারণ হিসেবে প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছিল
বার্সেলোনা – ভিয়ারিয়ালের লা লিগা ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজন করা হতে পারে এই গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। নানামুখী আপত্তিতে প্রচেষ্টাটি আলোর মুখ দেখে কি না, তা নিয়েও শঙ্কা ছিল। ৬ অক্টোবর উয়েফার বিবৃতিতে বলা হয়, অনিচ্ছা সত্ত্বেও দুটি দলের লিগ ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের প্রস্তাব অনুমোদন করেছে তারা। এর পর থেকে বিষয়টি নিয়ে আবার নতুন করে আলোচনা–সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত অবশ্য মায়ামিতে ম্যাচ বাতিলের সিদ্ধান্তই নেওয়া হলো
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/এআই
