
ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে গোড়ালিতে হালকা চোট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বর্তমানে তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৮৩তম মিনিটে মাঠ ছাড়েন এই ফরাসি তারকা। এর আগে ৮১তম মিনিটে দলের হয়ে ৩য় গোল করেছেন। সেই গোলের মাধ্যমে ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন এই ফরাসি তারকা।
চোট কাটিয়ে লা লিগায় খেলার আগে ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে হতে পারে এমবাপে কে। কারণ এ সপ্তাহেই বিরতিতে যাচ্ছে লা লিগা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘আমি এখনই বলতে পারছি না এমবাপ্পে ফ্রান্স দলে যোগ দেবেন কি না। এই মুহূর্তে তার হালকা চোট আছে। জাতীয় দলের চিকিৎসকরা তা মূল্যায়ন করবে। আমরা আশা করছি বিষয়টি গুরুতর নয়, তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী শুক্রবার আজারবাইজানের বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স, তার ৩ দিন পর নামবে আইসল্যান্ডের বিপক্ষে।
ম্যাচে ভিনিসিয়ুসের পেনাল্টি কিক নেওয়ার বিষয়ে আলোনসো বলেন,’খেলোয়াড়রা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে, তবে নির্ধারিত শ্যুটার এমবাপ্পে। আমরা তার ওপর আস্থা রাখি। সিদ্ধান্তটা তাদের হলেও প্রথম পছন্দ এমবাপ্পে।’
তবে ম্যাচে ভিনিসিয়ুসের পারফরম্যান্সের প্রশংসা করে আলোনসো বলেন,’ভিনির জন্য এটি দুর্দান্ত একটি ম্যাচ ছিলো। তাকে (ভিনি) হাসতে এবং খেলার আনন্দ নিতে দেখতে আমার ভালো লাগে। আজ তার হ্যাটট্রিকও হতে পারত, সেটি হলে তার খেলাটা আরও নিখুঁতভাবে শেষ হতো।’
ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/এআই
