নানান অনিশ্চয়তার মধ্য দিয়ে ষষ্ঠ দল হিসেবে বিপিএলে নাম লিখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। দল পেয়েই টিম গোছানোর কাজ শুরু করে দিয়েছে তারা। নিলামের আগেই শ্রীলঙ্কার টপ অর্ডার ও উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে দলে টেনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
পিএসএল, আইপিএল, এলপিএল, এসএ টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটারকে দলে ভেড়াল নোয়াখালী।
মেন্ডিসকে নিয়ে কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিল সিলেট টাইটান্স। শেষ পর্যন্ত আলোচনা এগোয়নি। জানা গেছে, পারিশ্রমিকের বিষয়েই দুপক্ষ একমত হয়নি। এরপরই নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেন লঙ্কান তারকা।
ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস, আর দায়িত্ব পেয়েই দল গোছানোর কাজ শুরু করেছে তারা। কোচ হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। নিলামের আগে দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার যে সুযোগ ছিল, তা কাজে লাগিয়ে সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে নিয়েছে নোয়াখালী।
এদিকে সৌম্য সরকার গত মৌসুমে খেলেছিলেন রংপুরের হয়ে এবং সাম্প্রতিক সময়েও ব্যাট হাতে তার ধারাবাহিকভাবে রান করছেন। অন্যদিকে পেসার হাসান মাহমুদও এখন বাংলাদেশের ওয়ানডে ও টি–টোয়েন্টি দলের নিয়মিত মুখ।
কুশল মেন্ডিসকে ছাড়াও নোয়াখালী আরো কিছু বিদেশি ক্রিকেটারদের সাথে আলোচনা চালাচ্ছে। তিনজন বিদেশির সঙ্গেও প্রাথমিক আলোচনা চলছে অস্ট্রেলিয়ার টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এবং নিউজিল্যান্ডের জিমি নিশাম। কারো সঙ্গেই ফাইনাল কোনো চুক্তি এখনও হয়নি। তবে তাদের পেলেও পুরো মৌসুমে কেউই থাকবেন না।
নিলামের আগে অন্য দলগুলোও সরাসরি চুক্তিতে দুইজন করে দেশি তারকাকে দলভুক্ত করেছেন। রংপুর নিয়েছে মুস্তাফিজ ও নুরুল হাসান সোহানকে, ঢাকা পেয়েছে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে। সিলেটের দলে যোগ হয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ, রাজশাহীতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। চট্টগ্রাম নিশ্চিত করেছে শেখ মেহেদী ও তানভির ইসলামকে।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৫/টিএ