Connect with us
ক্রিকেট

ইডেন গার্ডেন্সে শেষ ওভারের নাটকীয়তায় কলকাতার কষ্টার্জিত জয়

Kolkata's hard-earned win in last-over drama at Eden Gardens
শেষ ওভারের নাটকীয়তায় রাজস্থানকে ১ রানে হারিয়েছে কলকাতা। ছবি- এপি

ইডেন গার্ডেন্সে শেষ ওভারের নাটকীয়তা শেষে জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আসরের পঞ্চম জয় তুলে নিয়েছে আজিঙ্কা রাহানের দল। এই জয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রোববার (৪ মে) ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রাজস্থানকে ১ রানে হারিয়েছে কলকাতা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করে কেকেআর। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে সক্ষম হয় রাজস্থান।

শেষ ওভারের আগে জয় অনেকটা নিশ্চিত ছিল কলকাতার। শেষ ওভারে রাজস্থানের জয় পেতে প্রয়োজন ছিল ২২ রান। তবে প্রথম ৫ বলেই ১৯ রান তুলে দলকে জয়ের স্বপ্ন দেখান শুবম দুবে। তবে শেষ বলে কেবল ১ রানই তুলতে সক্ষম হয় তারা। ফলে ১ রানে জয় নিশ্চিত হয় কলকাতার।

আরও পড়ুন:

» অধিনায়ক লিটনকে শুভকামনা জানিয়ে যে বার্তা দিলেন শান্ত

» পাকিস্তান ও আরব আমিরাত সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন 

এদিন রানতাড়ায় নেমে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন রিয়ান পরাগ। ৪৫ বলে ৯৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। ৬ চার ও ৮ ছক্কার মারে ইনিংসটি সাজান রাজস্থান অধিনায়ক। ওপেনার যশস্বী জয়সওয়াল ২১ বলে ৩৪ রান করেন।

এছাড়া শিমরন হেটমায়ার ২৩ বলে ২৯ এবং শেষদিকে জয়ের আশা জাগানো দুবে ১৪ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন। কলকাতার হয়ে ২টি করে উইকেট শিকার করেন মঈন আলী, হার্শিত রানা ও বরুণ চক্রবর্তী।

এর আগে প্রথম ইনিংসে কলকাতার হয়ে একটি ফিফটি আসে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে। ২৫ বলে ৪ চার ও ৬ ছক্কার মারে ৫৭ রান করে অপরাজিত ছিলেন এই বিধ্বংসী ব্যাটার।
এছাড়া আংকৃশ রঘুবংশী ৩১ বলে ৪৪, রহমানউল্লাহ গুরবাজ ২৫ বলে ৩৫, আজিঙ্কা রাহানে ২৪ বলে ৩০ রান করেন।

শেষদিকে ৬ বলে ১৯ রানের ক্যামিও খেলেন রিঙ্কু সিং। রাজস্থানের হয়ে একটি করে উইকেট তুলে নেন জোফরা আর্চার, ইয়াদভীর সিং, মহেশ থিকশানা ও রিয়ান পারাগ।

সংক্ষিপ্ত স্কোর :

কলকাতা নাইট রাইডার্স: ২০৬/৪ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস: ২০৫/৮ (২০ ওভার)
ফলাফল: কলকাতা ১ রানে জয়ী

এই জয়ে ২০২৫ আইপিএলের পয়েন্ট টেবিলে একধাপ উন্নতি হয়েছে কলকাতার। ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ক্রিফোস্পোর্টস/৪মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট