Connect with us
ক্রিকেট

৪৩ কোটিতে গ্রিন ও পাথিরানাকে দলে ভেড়াল কলকাতা

Kolkata sign Green and Pathirana for 430 million.
মাথিশা পাথিরানা ও ক্যামেরন গ্রিন। ছবি- সংগৃহীত

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বসেছে আইপিএলের ১৯তম আসরের মিনি নিলাম। বড় অঙ্কের অর্থ নিয়ে নিলামে বসেছে কলকাতা নাইট রাইডার্স। দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায়েই ৪৩ কোটি রুপির বেশি খরচ করেছে ফ্রাঞ্চাইজিটি।

আবুধাবিতে মিনি নিলামে ক্যামেরন গ্রিন ও মাথিশা পাথিরানাকে দলে ভেড়াতেই ৪৩ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা। আইপিএল ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে গ্রিনকে দলে নিয়েছে কেকেআর। এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের দাম উঠেছে ২৫ কোটি ২০ লাখ রুপি।

মিনি নিলামে চড়া মূল্য পেয়েছেন লঙ্কান পেসার পাথিরানা। আজকের নিলামের দ্বিতীয় সর্বোচ্চ দামে তাকে দলে নিয়েছে কেকেআর। পাথিরানাকে পেতে ফ্রাঞ্চাইজিটি খরচ করেছে ১৮ কোটি রুপি। সবমিলিয়ে এই দুই তারকাকে দলে ভেড়াতে ৪৩ কোটি ২০ লাখ রুপি খরচ হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির।



নিলামের টেবিলে গ্রিন ও পাথিরানা দুজনের প্রতিই আগ্রহ ছিল একাধিক ফ্রাঞ্চাইজির। তাদেরকে দলে ভেড়াতে কাড়াকাড়ি করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। গ্রিনের প্রতি শুরুতেই আগ্রহ দেখায় কলকাতা ও রাজস্থান রয়্যালস। পরবর্তীতে চেন্নাই সুপার কিংসও তার জন্য বিড করেছে। তবে শেষ পর্যন্ত কলকাতায় হয়েছে তার নতুন ঠিকানা।

অন্যদিকে পাথিরানাকে নিয়ে কলকাতার পাশাপাশি আগ্রহ দেখিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসও। শেষ পর্যন্ত এই তারকা পেসারের জায়গা হয়েছে কলকাতার স্কোয়াডে।

এর আগে এবারের নিলামের প্রথম ক্রিকেটার হিসেবে দল পান ডেভিড মিলার। এই প্রোটিয়া তারকাকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এছাড়া বেন ডাকেটকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি, ফিন অ্যালেনকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে কলকাতা।

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট