বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান হলো। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশনার পর তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
গত কয়েক দিন ধরেই মুস্তাফিজকে ঘিরে আলোচনা ও বিতর্ক চলছিল ভারতীয় ক্রিকেট মহলে। ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন তাকে আইপিএলে না খেলানোর দাবিতে প্রকাশ্যে বিক্ষোভে নামে। সেই প্রেক্ষাপটেই শনিবার সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, বোর্ডের পক্ষ থেকে কেকেআরকে মুস্তাফিজকে মুক্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর কয়েক ঘণ্টা পরই কলকাতার সিদ্ধান্তের কথা জানায় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিসিসিআইয়ের নির্দেশনা পাওয়ার পর অভ্যন্তরীণ আলোচনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
কেকেআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শ শেষে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্তি দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে বদলি খেলোয়াড় নেওয়ার অনুমোদনও দিয়েছে বিসিসিআই। এ বিষয়ে দ্রুত আরও বিস্তারিত জানানো হবে।’
উল্লেখ্য, আইপিএলের আসন্ন মৌসুমের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর। নিলামের পর তাকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিটির প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনের প্রভাব শেষ পর্যন্ত পড়ল ক্রিকেটে।
এর আগে আইপিএলে আট মৌসুমে পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। এবারই প্রথম কলকাতার জার্সিতে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু পরিস্থিতির চাপে সেই অপেক্ষা আর বাস্তবে রূপ নিল না।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর মুস্তাফিজুর রহমানকে নিয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সব পোস্ট সরিয়ে ফেলেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। মূলত নিলামের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে টাইগার পেসারকে স্বাগত জানায় ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের পারফরম্যান্স নিয়েও আলাদা করে পোস্ট করেছিল তারা। তবে বিসিসিআইয়ের সাম্প্রতিক নির্দেশনার পর সেই সব পোস্ট এখন আর কেকেআরের ফেসবুক পেজে নেই।
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৬/টিএ
