Connect with us
ক্রিকেট

বেঙ্গালুরুর বিপক্ষে কাটল কলকাতার জয়খরা, এক ধাপ উন্নতি

কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচের দৃশ্য (ছবি- বিসিসিআই)

একটু হলেই এবারের আইপিএলে বিদায় ঘণ্টা বেজে যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্সের। তবে এ যাত্রায় রক্ষা হলো। টানা চার ম্যাচ হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজকের ম্যাচে কেটেছে কলকাতার জয়খরা। সেই সঙ্গে এ জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে লড়াইয়ের ময়দানে টিকে রইলো নাইটরা।

বুধবার রাতে বেঙ্গালুরুর মাটিতে তাদের ২১ রানে হারিয়েছে কেকেআর। এ নিয়ে চলতি আইপিএলে দ্বিতীয়বারের মতো কলকাতার কাছে হারালো কোহলিরা। গত ৬ এপ্রিল ৮১ রানের বড় ব্যবধানে হারে আরসিবি।

এদিকে আজকের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করত্ব নেমে ২০০ রানের বড় সংগ্রহ পায় কলকাতা। জেসন রয় ও নারায়ণ জাগাদিশান উদ্বোধনী জুটিতে ৮৩ রান তোলে দলকে শক্তিশালী ভিত গড়ে দেয়।

ভিসাকের বলে প্যাভিলিয়নে ফেরার আগে দুই ওপেনার জেসন ২৯ বলে ৫৬ ও জাগাদিশান ২৭ রান করেন। নিতিশের ৪৮ ও ভেঙ্কটেশের ৩১ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ২০০ রানে থামে কলকাতার রানের চাকা।

জবাবে ব্যাট করতে নেমে, এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ফাফ ডু প্লেসিকে হারিয়ে ফেলে বেঙ্গালুরু। কলকাতার ১৯ বছর বয়সী লেগস্পিনার সুয়াশ শর্মার শিকার হন তিনি।

পরের ওভারে শাহবাজ আহমেদও প্যাভিলিয়নে ফিরে যান। পরে পাওয়ার প্লের শেষ ওভারে গ্লেন ম্যাক্সওয়েল আউট হলে যুদ্ধে মাঠে একপ্রকার একা হয়ে যান বিরাট কোহলি।

পরে অবশ্য মহীপাল লমররকে নিয়ে পঞ্চাশ রানের জুটি গড়েন বিরাট কোহলি। পরে এই দুই ব্যাটার আউট হলে নিভে যায় বেঙ্গালুরুর জয়ে আশার প্রদীপ। ৫৪ রানে আউট হন কোহলি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৭৯ রানে থামে বেঙ্গালুরু।

নাইটদের হয়ে বরুণ সর্বোচ্চ ৩ উইকেট নেন। আর দুটি করে উইকেট নেন সুয়াশ ও আন্দ্রে রাসেল।

পয়েন্ট টেবিল: ৮ ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে টেবিলের সাতে কলকাতা। আর বেঙ্গালুরু সমান ম্যাচ খেলে চতুর্থ হারে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে। এছাড়া ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন: তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসালো বাংলাদেশের মেয়েরা

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট