Connect with us
ক্রিকেট

লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে নতুন ব্যবসায় কোহলি

Kohli
বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। ৩৭ বছর বয়সে এসেও মাঠের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন ভক্তদের। তাই মাঠে ও মাঠের বাইরে তার চাহিদা এখনও ব্যাপক। বিশেষ করে বিভিন্ন কোম্পানির দূত হিসেবে কাজ করার জন্য ব্যাপক চাহিদা তার।

এবার একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানির ৩০০ কোটি টাকার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কোহলি। এই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ, নতুন করে খেলাধূলার পোশাকের স্টার্টআপ সংস্থা ‘অ্যাজিলিটাস স্পোর্টস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বাণিজ্যিক দূতের পাশাপাশি কোম্পানিটির মালিকানায়ও থাকছেন কোহলি।

নিজের নতুন ব্যবসার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন কোহলি। নতুন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া নিয়ে কোহলি লিখেছেন, ‘প্রথমবার শুনেই ঠিক করেছিলাম এই কোম্পানির সঙ্গে যুক্ত হবো। এই কোম্পানিতে যারা রয়েছেন, যেভাবে খেলার পোশাক তৈরির পরিকল্পনা করা হয়েছে, সেটা দারুণ। সব মিলিয়ে বেশ বড় উদ্যোগ বলেই মনে হয়েছে আমার।’



অ্যাজিলিটাস স্পোর্টসের বাণিজ্যিক দূত হয়েছেন কোহলি। একই সঙ্গে কোম্পানির অন্যতম মালিকও তিনি। তার হাতে থাকবে কোম্পানির ১.৯৪ শতাংশ শেয়ার। কোহলির নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ান এইট’-এর পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রি হবে অ্যাজিলিটাস স্পোর্টসের মাধ্যমে।

চলতি বছরে একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আট বছরের সম্পর্ক ছিন্ন করেছেন কোহলি। ২০১৭ সালে ১১০ কোটি টাকার বিনিময়ে সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন কোহলি। চুক্তি ভেঙ্গে বেরিয়ে আসতে চাওয়ায় কোহলিকে ৩০০ কোটি টাকার লোভনীয় প্রস্তাব দেয় সংস্থাটি। তবে এবার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

ইতোমধ্যে ক্রিকেটের দুই সংস্করণ টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি। তাই তাকে মাঠে দেখার জন্য কেবল ওয়ানডে সংস্করণের জন্য অপেক্ষা করতে হয় ভক্ত-সমর্থকদের। দুই ফরম্যাট থেকে অবসর নিলেও কোহেলির জনপ্রিয়তায় বিন্দু পরিমান ভাটা পড়েনি। নতুন ব্যবসা শুরুর ঘোষণার পর তাকে শুভেচ্ছা ভাসিয়েছেন সমর্থকরা।

সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন কোহলি।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট