Connect with us
ক্রিকেট

গেইলকে ছাড়িয়ে সর্বোচ্চ ছক্কার মালিক কোহলি

Kohli owns the highest number of sixes over Gayle
বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

ভারতে গত ওয়ানডে বিশ্বকাপ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বিরাট কোহলি। তবে গুঞ্জন রয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হবে না তার। তবে এমন গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করতে কোহলির সামনে সবচেয়ে বড় সুযোগ আইপিএলে ভালো পারফরম্যান্স করা। আর সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছেন এই তারকা ব্যাটার।

চলমান আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন কোহলি। এরই মাঝে একটি রেকর্ডও ভেঙেছেন এই ডানহাতি। বেঙ্গালুরুর সাবেক কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন কোহলি। রেকর্ড ২৪২ টি ছক্কা মেরে সবার শীর্ষে উঠে এসেছেন এই তারকা ব্যাটার।

আজ (শুক্রবার) আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে ব্যাট হাতে ৫৯ বলে ৮৩ রান করেছেন তিনি। ৮৩ রানের এই অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ৪ চার এবং ৪ ছয়ের মারে।

আর তাতেই গেইলকে ছাড়িয়ে বেঙ্গালুরুর ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক এখন কোহলি। আর দুইয়ে নেমে যাওয়ার গেইলের ছক্কার সংখ্যা ২৩৯ টি।

কোহলি ও গেইলের পর ছক্কা হাকানোর তালিকায় তিনে রয়েছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। তার ছক্কার সংখ্যা ২৩৮ টি।

এদিন কোহলির অপরাজিত ৮৩ রানে ভর করেই ১৮২ রানের পুজি পায় বেঙ্গালুরু। এর আগে প্রথম ও দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ২১ ও ৭৭ রানের দুটি ইনিংস খেলেছেন তিনি। এখন পর্যন্ত তিন ইনিংস ব্যাট আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও ‘রান মেশিন’ খ্যাত এই তারকা।

আরও পড়ুন: পার্পল ক্যাপ পেয়ে নিজের অনুভূতি জানালেন মুস্তাফিজ 

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট