Connect with us
ক্রিকেট

ওয়ানডেতে কোহলি সম্ভবত সর্বকালের সেরা: স্টিভ ওয়াহ

বিরাট কোহলি
বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

ক্রিকেটে ‘সর্বকালের সেরা’ নিয়ে বিতর্ক সবসময়ই ছিল। তবে অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ অন্তত ওয়ানডে ক্রিকেটে নিজের অবস্থানটা স্পষ্ট করে দিলেন। তাঁর চোখে বিরাট কোহলিই সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটার।

অস্ট্রেলিয়া সফরে ভারত এখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। গতকাল গোল্ড কোস্টের কারারা ওভালে সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারায় ভারত। মাঠে উপস্থিত ছিলেন ওয়াহ নিজেও। ম্যাচ শেষে স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় দুই সিনিয়র তারকার প্রশংসায় ভাসান তিনি।

ওয়াহ বলেন, “রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই সর্বকালের গ্রেট খেলোয়াড়। তবে ওয়ানডে ক্রিকেটে কোহলি সম্ভবত সর্বকালের সেরা। সবাই তাঁদের মাঠে দেখতে চায়। গোল্ড কোস্টের দর্শকের জন্যও দারুণ হতো যদি তারা দুজন খেলত, কিন্তু এই বয়সে এসে প্রতিটি ম্যাচে খেলা তাঁদের পক্ষে সম্ভব নয়।”



তবে ওয়াহর এমন মন্তব্যের পেছনে যুক্তিও আছে পরিসংখ্যানে। কোহলি বর্তমানে ওয়ানডেতে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরির মালিক, শচীন টেন্ডুলকারকে (৪৯) পেছনে ফেলে তিনি এখন এককভাবে শীর্ষে। রানসংগ্রহেও টেন্ডুলকারের পরই তাঁর অবস্থান। ২৯৩ ইনিংসে ১৪,২৫৫ রান করেছেন কোহলি, যেখানে টেন্ডুলকারের রান ১৮,৪২৬। নিয়মিত ম্যাচ খেলতে পারলে হয়তো টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন তিনি।

এদিকে টি-টোয়েন্টি থেকে অবসরের পর রোহিত-কোহলি এখন কেবল ওয়ানডে খেলা চালিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে কোহলি প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে রোহিতের সঙ্গে অপরাজিত পার্টনারশিপ গড়ে ম্যাচ জেতান। সেই ম্যাচে রোহিত করেন ১২১ রান, কোহলি ৭৪। তাঁদের জুটিতেই ভারত পেয়েছিল ৯ উইকেটের বড় জয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেই কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে রান তালিকায় দ্বিতীয় হয়েছেন এই ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। ৩৭ বছর বয়সেও ফিটনেস ও ফর্ম যেভাবে ধরে রেখেছেন কোহলির- এমন ধারাবাহিকতা স্টিভ ওয়াহর চোখে তাকে ওয়ানডের ইতিহাসে “সর্বকালের সেরা” মনে হয়েছে।

ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট