
রবিবার (১৯ অক্টোবর) পার্থে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। পরিচিত এক দুর্বলতায় আউট হয়েছেন বিরাট কোহলি।
অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন বিরাট। মিচেল স্টার্কের করা সেই বলে শূন্য রানে আউট হয়ে কোহলি গড়েন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে ৩০ ইনিংসে এ প্রথমবার শূন্য রানে ফিরলেন তিনি।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, অতিরিক্ত বাউন্সই কোহলির বিপত্তির কারণ হয়েছে। তিনি বলেন, ‘ওই একই বল যদি ভারতে হতো, কোহলি সেটা নিখুঁত কাভার ড্রাইভে বাউন্ডারিত হাঁকাতে পারতেন। কিন্তু এখানে (অস্ট্রেলিয়ায়) বলটা একটু বেশি বাউন্স করেছে, ব্যাটের ওপরে লেগেছে, আর তিনি শরীরের সামনের দিকে চলে গিয়েছিলেন, ফলে ক্যাচ উঠেছে ব্যাকওয়ার্ড পয়েন্টে।’
ভারতের সাবেক সহকারী কোচ অভিষেক নায়ার মনে করেন, শূন্য রানে আউট হওয়ার ঘটনাটি কোহলিকে বেশি দিন পীড়া দিবে না। তবে নিজের খেলার ধরনে বড় কোনো পরিবর্তন আনবেন না তিনি।
নায়ার বলেন, ‘আমি যতটা সময় ওর সঙ্গে কাটিয়েছি, জানি ও একটাইভাবে খেলে উদ্দীপনা ও আগ্রাসন নিয়ে। ও নিজেকে বিশ্বাস করবে। অফস্টাম্পের বাইরের ডেলিভারি নিয়ে অনেক আলোচনা হবে, কিন্তু ও ফিরে গিয়ে বিষয়গুলো বিশ্লেষণ করবে, ধ্যান করবে, নিজের জোনে ফিরে আসবে।’
তিনি আরও বলেন, ‘পুরনো ছন্দের বিরাট কোহলিকে ফিরিয়ে আনতে চেষ্টায় থাকবে সে। আগের সেই জায়গায় সে ফিরতে চাইবে। ফল তার হাতে নেই, কিন্তু পরিশ্রমে মনোযোগ দেবে।’
আগামীকাল (২৩ অক্টোবর) অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে ভারত। এই অ্যাডিলেডে বহুবার রানের ফুলঝুরি ছড়িয়েছেন কোহলি। তাই নিজের প্রিয় ভেন্যুতেই তিনি ফের ছন্দে ফিরবেন এমন প্রত্যাশা সমর্থকদের।
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/এআই
