গতকাল (রোববার) রাঁচিতে প্রোটিয়াদের বিপক্ষে ১৭ রানে জয় পাওয়া ম্যাচে ১৩৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বিরাট কোহলি। ম্যাচ সেরার পুরষ্কার নেওয়ার সময় সম্প্রতি তাকে ঘিরে তৈরি হওয়া কিছু প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
কোহলিকে ঘিরে বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন টেস্টে ভারতের বেহাল দশার মধ্যে আবারও এই সংস্কারে ফিরবেন কিনা এই ৩৭ বছর বয়সী ব্যাটার। টেস্টে ফেরার বিষয়ে সহজ স্বীকারোক্তি কোহলির।
ভারতের ভক্তদের হতাশ করে টেস্টে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কোহলি। শান্ত, দৃঢ় এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের হয়ে কেবল একটি সংস্করণেই মনোযোগ দিচ্ছেন তিনি।
ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে সবার মনের প্রশ্নটাই জানতে চেয়েছিলেন। কোহলি কি এখন শুধু একটি ফরম্যাট খেলবেন? এমন প্রশ্নের প্রেক্ষিতে কোহলির উত্তর, ‘ হ্যাঁ, আমি এখন থেকে শুধু এক ফরম্যাটেই খেলব।’
এর আগে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল দলের বাজে পারফরম্যান্সের পর বিসিসিআই কোহলির সঙ্গে তার অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে কথা বলতে পারে। তবে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবাজিত সাইকিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিসিসিআই পক্ষ থেকে কোহলির সঙ্গে টেস্টে অবসরের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য কোনোভাবে যোগাযোগ করা হয়নি।
প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ সেঞ্চুরির পর সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেনও কোহলির টেস্ট দলে ফেরা নিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেন। তিনি লিখেন, ‘যদি সত্যিই এটা অর্ধ সত্য হয় যে বিরাট এবং রোহিত আবার টেস্ট খেলার কথা ভাবছেন, তাহলে এটা অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত। যদি এই খেলার সবচেয়ে বড় তারকারা আবার খেলার ইচ্ছা রাখে, তাহলে তাদের খেলা উচিত!’
এই বছরের মাঝামাঝিতে টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কোহলি। জাতীয় দলের হয়ে ১২৩টি টেস্টে ৯,২৩৯ রান করেছেন এই তারকা ব্যাটার। ৪৬.৮৫ গড়ে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৩০। টেস্টের আগেই টি-টোয়েন্টিকেও বিদায় বলায় ভক্তদের শুধু ভারতের ওয়ানডে ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হয় কোহলির ব্যাটিংয়ে দেখতে।
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/এআই