ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর এবার দৃশ্যমান পদক্ষেপ নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সব পোস্ট সরিয়ে ফেলেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি কেকেআর।
আইপিএলের আসন্ন মৌসুমের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর। নিলামের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে টাইগার পেসারকে স্বাগত জানায় ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের পারফরম্যান্স নিয়েও আলাদা করে পোস্ট করেছিল তারা। তবে বিসিসিআইয়ের সাম্প্রতিক নির্দেশনার পর সেই সব পোস্ট এখন আর কেকেআরের ফেসবুক পেজে নেই।
আজ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া বক্তব্যে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেন, কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে বলেছে। একই সঙ্গে প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে।’
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ সামনে আসার পর থেকেই মুস্তাফিজের আইপিএল চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই ইস্যু ঘিরেই ভারতের ভেতরে বিভিন্ন মহল থেকে চাপ বাড়তে থাকে। শুরুতে বিষয়টি নিয়ে ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতিতে ছিল বিসিসিআই। তবে পরিস্থিতির পরিবর্তনে শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসে বোর্ড।
এদিকে কেকেআরের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সামাজিক মাধ্যম থেকে সব পোস্ট সরিয়ে নেওয়াকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখছেন সবাই। ফ্র্যাঞ্চাইজিটির এই পদক্ষেপে মুস্তাফিজের এবারের আইপিএলে মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা আরও স্পষ্ট হলো।
উল্লেখ্য, এবারই প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এর আগে আইপিএলে আট মৌসুমে পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার। তবে এবার রেকর্ড দামে সুযোগ পেয়েও খেলা হচ্ছে না মুস্তাফিজের।
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৬/টিএ
