
কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ফের বড় পরিবর্তনের ইঙ্গিত। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইতোমধ্যেই দল ছেড়েছেন। এবার অধিনায়ক পদেও আসতে পারে পরিবর্তন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়, আজিঙ্কা রাহানেকে মাত্র এক মৌসুমের পরই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কেকেআর ম্যানেজমেন্ট।
জল্পনা আরও বাড়িয়েছে লোকেশ রাহুলকে ঘিরে আলোচনা।
জানা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস ছাড়িয়ে এবার তার নতুন ঠিকানা হতে পারে কলকাতা। ব্যাটিং, উইকেটকিপিংয়ের পাশাপাশি নেতৃত্বদানের অভিজ্ঞতাও রয়েছে তার। ফলে কেকেআরে যোগ দিলে অধিনায়ক হওয়ার সম্ভাবনাই বেশি।
কেকেআরের ইতিহাসে অধিনায়ক বদল নতুন কিছু নয়। ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দল আইপিএল ট্রফি জিতলেও তাকে ধরে রাখেনি ম্যানেজমেন্ট। তার বদলে অধিনায়ক হন আজিঙ্কা রাহানে। তবে তার নেতৃত্বে গত মৌসুমে ভরাডুবি হয় কেকেআরের। এবার তাই ফের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা প্রবল।
দলীয় সূত্রে জানা গেছে, দিল্লি থেকে রাহুলকে আনতে আগ্রহী কেকেআর ম্যানেজমেন্ট। প্রয়োজনে মোটা অঙ্কের বিনিময়েও তাকে দলে ভেড়াতে প্রস্তুত তারা।
অন্যদিকে, কোচিং স্টাফেও পরিবর্তন আসছে। হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে দেওয়া হয়েছে। বোলিং কোচ ভরত অরুণকেও আর দেখা যাবে না নাইট শিবিরে। নতুন হেড কোচ হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সেটিই এখন বড় প্রশ্ন।
ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৫/এনজি
