Connect with us
ক্রিকেট

নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন কিরণ নাবগিরে

কিরন নাবগিরে
কিরন নাবগিরে

স্বীকৃত নারীর টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়লেন কিরন নাবগিরে। আজ (শুক্রবার) ভারতের সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতীয় নারী দলের এই সাবেক ব্যাটার। 

আজ ৩৪ বলে সেঞ্চুরি করে কিরন ভেঙেছেন সোফি ডিভাইনের ৩৬ বলে সেঞ্চুরির রেকর্ড। শুধু সেঞ্চুরি করেই থেমে থাকেননি কিরণ, মহারাষ্ট্রের বিপক্ষে ১১১ রান তাড়া করতে নেমে ৩৫ বলে ১৪ চার এবং ৭ ছক্কায় একাই সংগ্রহ করেছেন ১০৬ রান।

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত সিনিয়র উইমেন্স টি–টোয়েন্টির পাঞ্জাব বনাম মহারাষ্ট্রের ম্যাচে আগে ব্যাট করে পাঞ্জাব উইমেন্সে দল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। জবাবে, ব্যাটিংয়ে নামেন কিরন ও ঈশ্বরী সাবকর। ইনিংসের সপ্তম বলেই সাবকর আউট হলে মুক্তা মাগরেকে নিয়ে ১০৩ রানের জুটি গড়ে মাত্র  ৮ ওভারে দলকে জয় এনে দেন কিরন।



মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করে ২০২১ সালে কিউয়ি জাতীয় দলের অধিনায়ক সোফি ডিভাইনের গড়া ৩৬ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন কিরন। এছাড়াও ইনিংসে ৩০২.৮৬ স্ট্রাইক রেটে ব্যাট করে নারী ক্রিকেটে প্রথম ৩০০+ স্ট্রাইক রেটে ব্যাট করে সেঞ্চুরির রেকর্ডও গড়েন কিরন।

মেয়েদের আইপিএলের প্রথম আসরে ইউপি ওয়ারিয়র্স এর হয়ে খেলেছিলেন কিরন। ঘরোয়া ক্রিকেটে নিজের ব্যাটিং নৈপুণ্য দেখালেও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি কিরন। ভারতের হয়ে ২০২২ সালে অভিষেকের পর ৬ ম্যাচে ৪ ইনিংসে মাত্র ১৭ রান করেছিলেন তিনি। এরপর দল থেকে বাদ পড়লে আর দলে ফেরা হয়নি তার।

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট