Connect with us
ক্রিকেট

বিপিএলকে ১০ এর মধ্যে ৭ দিলেন খুশদিল শাহ

khushdil
খুশদিল শাহ। ছবি: সংগৃহীত

বিপিএলকে সামনে রেখে সব দলই তাদের বিদেশি খেলোয়াড়দের ক্রমান্বয়ে দেশে নিয়ে আসছে। ব্যতিক্রম নয় রংপুর রাইডার্সও, দলে যোগ দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ। যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগকে নিজের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি মঞ্চ হিসেবে দেখেন। রংপুর রাইডার্সের হয়ে নতুন আসরে মাঠে নামার আগে বিপিএলকে ১০-এর মধ্যে ৭ নম্বর দিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।

দ্বাদশ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন খুশদিল শাহ। বিপিএল শুরুর আগে রংপুর রাইডার্সের অনুশীলন ক্যাম্পে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন খুশদিল। সেখানেই টুর্নামেন্ট নিয়ে নিজের মূল্যায়ন ও প্রত্যাশার কথা জানান তিনি।

খুশদিল শাহ বলেন, বিপিএল তার জন্য সব সময়ই সৌভাগ্যের। তিনি বলেন,  ‘আলহামদুলিল্লাহ, যখনই বিপিএল খেলেছি পারফর্ম করার চেষ্টা করেছি। গতবার এখানে ভালো খেলেই জাতীয় দলে ফিরতে পেরেছিলাম। এবারও ভালো খেলতে চাই এবং দলকে জেতাতে চাই,’।



রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টির কথা জানান এই পাকিস্তানি ক্রিকেটার। তার মতে, ফ্র্যাঞ্চাইজিটির পরিবেশ খেলোয়াড়দের পারফর্ম করার জন্য সহায়ক। খুশদিল বলেন, ‘রংপুর রাইডার্সের ম্যানেজমেন্ট খুব ভালো। খেলোয়াড়রা কতটা শিখতে চায়, সেটা তাদের ওপর নির্ভর করে। বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের দেখে মনে হয়, কয়েক বছরের মধ্যে তারা আরও ভালো জায়গায় যাবে।’

বিপিএলের মান নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে খুশদিল শাহ নিজের মূল্যায়ন জানান। তিনি বলেন, ‘১০-এর মধ্যে বিপিএলকে আমি ৭ দেব।’

এ সময় টুর্নামেন্টের ভেন্যু নিয়েও নিজের পছন্দের কথা জানান তিনি। খুশদিলের মতে, তিনটি ভেন্যুর মধ্যে খেলতে সবচেয়ে ভালো লাগে সিলেটে। তবে উইকেটের দিক থেকে চট্টগ্রামকে এগিয়ে রাখেন এই অলরাউন্ডার।

এদিকে, আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের দ্বাদশ আসরের আগে বুধবার নিজেদের দলের ক্রিকেটারদের চুক্তির ৫০ শতাংশ অর্থ পরিশোধ করেছে রংপুর। টুর্নামেন্ট শুরুর আগেই নির্ধারিত অঙ্কের চেয়েও বেশি অর্থ পরিশোধ করায় রংপুর রাইডার্স সবার নজর কেড়েছে। মূলত খেলোয়াড়দের নির্ভার রাখতে এবং খেলায় পরিপূর্ণ মনোযোগ রাখতেই এমন উদ্যোগ নিয়েছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।

ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট