Connect with us
ক্রিকেট

‘সি’ ক্যাটাগরি থেকে খালেদ মাসুদ বিসিবি পরিচালক নির্বাচিত

Khaled Mashud elected BCB director from ‘C’ category.
‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হলেন খালেদ মাসুদ পাইলট। ছবি- সংগৃহীত

নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনা শেষে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। 

এবারের বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-সি থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালক পদের জন্য নির্বাচন করেছিলেন পাইলট। এই ক্যাটাগরিতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দেবব্রত পাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর মনোনয়ন পাওয়া এই প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন পাইলট।

Khaled Masud Pilot voted in BCB Election

সকাল সোয়া ১০টার দিকে ভোট দেন পাইলট। ছবি- বিসিবি

ক্যাটাগরি-সি থেকে ৪৫ জনের মধ্যে ৪২টি ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন এবং ৫ টি ছিলই-ভোট। এই ৪২ জন কাউন্সিলের মধ্যে ৩৫ জনের ভোট পেয়েছেন পাইলট। আর বাকি ৭ ভোট পেয়েছেন দেবব্রত।



সাবেক ক্রিকেটার হিসেবে ক্যাটাগরি-সি থেকে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন পাইলট। এই ক্যাটাগরিতে ক্রিকেটাররা ছাড়াও বিভিন্ন সংস্থা যেমন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার থেকে ভোট দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভোট দেওয়া হয়েছে এই ক্যাটাগরিতে।

বিভিন্ন প্রতিষ্ঠানের বাইরেও জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পাঁচজন কাউন্সিলর এই ক্যাটাগরিতে ভোট দিয়েছেন। আর বেশিরভাগের ভোট পড়েছে পাইলটের পক্ষে। ফলে নির্বাচিত হয়েছেন সাবেক এই টাইগার ক্রিকেটার।

এর আগে আজ সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোট গ্রহণ শুরু হয়। সকাল সোয়া ১০টার দিকে ভোট দেন পাইলট। এই ভোট গ্রহণ চলেছে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ইতোমধ্যে পরিচালনা পর্ষদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট