Connect with us
ক্রিকেট

বিপিএলে নোয়াখালীর হেড কোচ খালেদ মাহমুদ সুজন!

Khaled Mahmud Sujon
নোয়াখালীর দায়িত্ব নিচ্ছেন সুজন। ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসর ঘিরে নাটকীয়তা যেন শেষ হচ্ছে না। প্রথমে পাঁচ দল নিয়ে বিপিএল হওয়ার কথা থাকলেও সর্বশেষ ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তিন দফা পিছিয়ে যাওয়া নিলামকে সামনে রেখে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস ইতিমধ্যে দল গোছানো শুরু করে দিয়েছে। মালিকানা পাওয়া মাত্রই তারা অভিজ্ঞতার ওপর ভরসা রেখেছে। খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ করার সিদ্ধান্তও প্রায় চূড়ান্ত।

দলটির একটি নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, নোয়াখালীর মালিক দেশ ট্রাভেলস সুজনের সঙ্গে আগেই যোগাযোগ করেছিল। তিনিও দায়িত্ব নিতে আগ্রহী। তিনি বিদেশ সফর থেকে ফিরলেই সবকিছু সাইন–অফ হওয়ার কথা। এখন তিনি দেশের বাইরে অবস্থান করছেন। আগামী শুক্রবার দেশে ফিরলেই সবকিছু ফাইনাল হতে পারে।

এদিকে কোচিং স্টাফে সাবেক পেসার তালহা জুবায়েরের নামও আলোচনায় আছে, যদিও বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। বিস্তারিত জানা যাবে কিছুদিনের মধ্যেই।



এদিকে বিপিএলকে কেন্দ্র করে প্রত্যেকটি দলই কম বেশি বিদেশি প্লেয়ার সরাসরি সাইনিং করাচ্ছে। এইদিক দিয়েও কাজ এগুচ্ছে নোয়াখালী। বিদেশি কোটায়ও তারা পিছিয়ে নেই। ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার জনসন চার্লসকে দলভুক্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। নিলামের আগেই শক্তিশালী দল গঠন করার ইঙ্গিত দিচ্ছে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে তিন দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। এর আগে ১৭ নভেম্বর হওয়ার কথা থাকলেও সেটা দুই ধাপ পিছিয়ে এখন ৩০ নভেম্বর বিকাল ৩ টায় আয়োজিত হবে।প্লেয়ার্স-ড্রাফট বাদ দিয়ে আবারও নিলাম ব্যবস্থায় ফিরছে বিপিএলের এবারের আয়োজন। শুরুতে পাঁচ দল থাকার কথা থাকলেও নোয়াখালীর যুক্ত হওয়ায় সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে।

সম্ভাব্য ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর। ইতিমধ্যে ছয় দলের মালিকানাও চূড়ান্ত হয়েছে

রংপুর রাইডার্স এর মালিকানায় রয়েছে টগি স্পোর্টস, ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান), সিলেট টাইটান্সের মালিকানায় ক্রিকেট উইথ সামি, রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানায় নাবিল গ্রুপ, চিটাগং রয়েলসের মালিকানায় ট্রায়াঙ্গাল সার্ভিস এবং সসর্বশেষ দল পাওয়া নোয়াখালী এক্সপ্রেসের মালিকানায় দেশ ট্রাভেলস।

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট