
দুবছর আগে টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে আসার পর যেন আর থামার নাম নিচ্ছেন না হ্যারি কেইন। একের পর গোল করে রীতিমত ওলটপালট করে দিচ্ছেন রেকর্ড বইয়ের পাতা। এবার ভেরডার ব্রেমেনের বিপক্ষে জোড়া গোলে ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ডকে পেছনে ফেলে শতাব্দী সেরা নতুন এক সেঞ্চুরির রেকর্ড গড়লেন কেইন।
গত এক শতাব্দীতে ইউরোপের শীর্ষ ৫ লিগে খেলে একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের কীর্তি গড়েছেন কেইন। এর আগে এই রেকর্ডে যৌথভাবে নিজেদের নাম শীর্ষে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ড। তারা দুইজনেই ১০৫ ম্যাচ খেলে দ্রুততম সময়ে ক্লাবের হয়ে শততম গোল করেছিলেন। এবার বিগত এক শতাব্দীর ইতিহাসে সর্বনিম্ন ১০৪ ম্যাচ খেলে সেঞ্চুরির এই রেকর্ডটি করেছেন কেইন।
বুন্দেসলিগায় গত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ভেরডার ব্রেমেনের মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে ব্রেমেনকে ৪-০ গোলের বড় পরাজয় উপহার দেয় বায়ার্ন। যেখানে জোড়া গোল করে ব্যাভারিয়ানদের হয়ে গোলের সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন কেইন। তার সাথেই ইউরোপের শীর্ষ পাঁচ লিগে নির্দিষ্ট ক্লাবের হয়ে দ্রুততম গোলের সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন এই ইংলিশ ফুটবলার।
এর আগে ২০১১ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ ম্যাচ খেলে এই কীর্তি গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর গতবছর সমান ম্যাচ খেলে রোনালদোর পাশে নিজের নাম লেখান ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। এবার তার থেকে এক ম্যাচ কম খেলে গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন কেইন।
দুর্দান্ত নতুন এই রেকর্ড গড়ে কেইন বলেন, ‘আমার নিজের কাছেও এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। দারুণ এই ক্লাবের হয়ে ১০০ গোল করা আমার জন্য অনেক বড় সম্মানের। আর এত দ্রুত এটা করতে পেরে আমি সত্যিই গর্বিত। এখানে পৌঁছাতে সাহায্য করা প্রত্যেক খেলোয়াড়, স্টাফসহ সবার প্রতি কৃতজ্ঞতা। আশা করি দ্রুতই আরেকটি শতকে পৌঁছাব।’
ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/এফএএস
