Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন

Kane Williamson
কেন উইলিয়ামসন। ছবি- ক্রিকইনফো

লম্বা টি-টোয়েন্টি ক্যারিয়ারকে এবার বিদায় বললেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। সংক্ষিপ্ততম এই ফরমেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেললেন কিউই ব্যাটিং জাদুকর। তবে জানিয়েছেন খেলা চালিয়ে যাবেন ওয়ানডে ও টেস্ট ফরমেটের ক্রিকেট।

২০১১ সালে আন্তর্জাতিক টি-২০ অভিষেক হওয়ার পর থেকে ৯৩ ম্যাচে ২৫৭৫ রান করেছেন উইলিয়ামসন। যেখানে তার গড় ৩৩.৪৪। হাঁকিয়েছেন ১৮টি হাফ–সেঞ্চুরি, সর্বোচ্চ ৯৫ রান। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন ৭৫ ম্যাচে, খেলেছেন দুটি বিশ্বকাপ সেমিফাইনাল ও ২০২১ টি-২০ বিশ্বকাপের ফাইনাল।

৩৫ বছর বয়সী এই ব্যাটার সর্বশেষ ইনজুরি থেকে ফেরার পরই তিনি ইঙ্গিত দিয়েছিলেন পরিবার ও ক্রিকেটের মাঝে ভারসাম্য রেখে চলতে চান তিনি। আর এবার জানালেন নিজের চূড়ান্ত সিদ্ধান্ত। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকার কথাও বলে ফেললেন। টি-টোয়েন্টির পর একে একে ছাড়বেন বাকি ফরমেটের খেলা।



অবসর ঘোষণার পর উইলিয়ামসন বলেছেন, ‘এই ফরম্যাটে অনেক সুন্দর স্মৃতি আছে। তবে এখনই সঠিক সময়। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ—দলকে পরিষ্কার দিক নির্দেশনা দেওয়ার দরকার। আমাদের তরুণরা দারুণ প্রস্তুত।ব্ল্যাকক্যাপস আমার কাছে পরিবারের মতো। টেস্ট ক্রিকেটেই এখন মনোযোগ, এই জার্নিটাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।’

নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার উইলিয়ামসনের অবসরের ঘোষণায় বলেছেন, ‘কেন উইলিয়ামসন শুধু পারফরমার নন, অসাধারণ একজন টিমম্যান। তার উপস্থিতি ড্রেসিংরুমে এক বিশাল প্রভাব রাখে। তবে তার সিদ্ধান্ত সম্পূর্ণ সম্মানের জায়গা থেকে নেওয়া।’

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। তবে সেখানে আর থাকবেন না উইলিয়ামসন। ওয়ানডে সিরিজেও বিশ্রামে থাকার সম্ভাবনা রয়েছে তার। মাঠে ফিরতে পারেন আগামী ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে।

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট