Connect with us
ফুটবল

ভারত ম্যাচেও শেষ মুহূর্তে গোল হজম করতে চান না কাবরেরা

Javier Cabrera Bangladesh football coach
হাভিয়ের কাবরেরা। ছবি- সংগৃহীত

শেষবার কবে বাংলাদেশ ফুটবল দল ম্যাচ জিতেছিল তা হয়তো স্পষ্ট ভাবে মনেও করতে পারবেন না সমর্থকরা। তবে নিয়মিত একটা বিষয় ঠিকই মুখোমুখি হতে হয়— সেটা শেষ মুহূর্তে গোল হজম করে জয় বঞ্চিত হওয়া। নিয়মিত যেন ম্যাচের যোগ করার সময়ে গোল খাওয়া রীতি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।

তবে এমন ফলাফল নিয়ে সরাসরি রক্ষণভাগকে দায়ী করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। এর আগে হংকংয়ের বিপক্ষেও প্রত্যাশা অনুযায়ী ডিফেন্ড ভালো না থাকায় ম্যাচ হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে বারবার রক্ষণে কেন এমন সমস্যা হচ্ছে সেই প্রশ্নের জবাবে কাবরেরা বলেন, ‘আমি শতবার অনুশীলন করিয়েছি। এটা ফুটবলে হতে পারে। কিন্তু বারবারই হচ্ছে, যা হতাশাজনক।’

সাম্প্রতিক সময়ে বেশ কিছু ম্যাচে যোগ করার সময়ে গোল হজম করেছে বাংলাদেশ। গতকাল রাতেও একই ঘটনার ফলে দীর্ঘদিন পর ঘরের মাঠে জয় উদযাপন করা হয়নি জামালদের। আসন্ন ভারতের বিপক্ষে ম্যাচে এমন ভুল দেখতে চান না কাবরেরা, ‘আমরা ভিডিও বিশ্লেষণ করব, ভুলগুলো সংশোধন করব এবং এখন যে চার দিন সময় আছে, ভারতের বিপক্ষে যেন এমন না হয়, সেই প্রস্তুতি নেব।’



নেপালের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়লেও বল দখলে নিজেদের দাপট দেখানো নিয়ে এই কোচ বলেন, ‘হ্যাঁ, আমরা প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিলাম। কিন্তু স্পষ্টত গোলের সুযোগ তৈরি করতে পারিনি। আমি দায় স্বীকার করছি, আমরা আরো ভালো খেলতে পারতাম। বিশেষ করে প্রথমার্ধে। নেপালের মতো লো ব্লক দলের বিপক্ষে খেলা সহজ নয়।’

তবে সবকিছুর পরেও নেপালের বিপক্ষে জয় বঞ্চিত থাকার বিষয়টি মেনে নিতে পারছেন না এই কোচ। তিনি বলেন, ‘আমরা জয়ের লক্ষ্যেই নেমেছিলাম এবং আজ আমাদের জেতা উচিত ছিল। বাস্তবতা হলো আমরা পারিনি, আজ যা হয়েছে তা মেনে নিতে হবে। কিন্তু খুব নেতিবাচক হওয়া ঠিক নয়। এখন ভারত ম্যাচে মনোযোগ দিচ্ছি।’

এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ হোম ম্যাচে আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে নেপালের বিপক্ষে এই প্রীতি ম্যাচের আয়োজন করেছিল বাফুফে। শেষ পর্যন্ত ভালো ফলাফল না হলেও ২-২ ব্যবধানে ড্রয়ের ম্যাচে হামজার জোড়া গোল বাংলাদেশের জন্য প্রাপ্তিই বটে।

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল