Connect with us
অন্যান্য

দুটি ব্রোঞ্জ পদক জিতে আজ দেশে ফিরছে কাবাডি দল

অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল

তৃতীয় এশিয়ান যুব গেমসে অসাধারণ সফলতা অর্জন শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল। বাহরাইনের মানামা থেকে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

এই প্রথমবারের মতো এশিয়ান যুব গেমসে অংশ নিয়ে দুই দলই ব্রোঞ্জ পদক জিতেছে। গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে উভয় দলের হাতে এই পদক তুলে দেওয়া হয়।

আগের দুই আসরে কোনও পদক না পাওয়ার হতাশা কাটিয়ে এবারই ইতিহাস গড়েছে বাংলাদেশ। মেয়েদের কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে দেশের জন্য প্রথমবারের মত পদক নিশ্চিত করে। এবারের আসরে মেয়েদের ইভেন্টে অংশ নেয় বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।



মেয়েদের পর ছেলেরাও একইভাবে সাফল্য এনে দিয়েছে। সাত দলের মধ্যে বাংলাদেশ ছেলেরা তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে। শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও, পরের ম্যাচে ইরানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও জয় পায় বাংলাদেশ। যদিও থাইল্যান্ডের বিপক্ষে অল্প ব্যবধানে হেরে ফাইনালে উঠতে পারেনি, তবে শেষ দুই ম্যাচে পাকিস্তান ও স্বাগতিক বাহরাইনকে হারিয়ে পদক নিশ্চিত করে।

দেশে ফেরার আগে দুই দলের এখন একই প্রত্যাশা। ভবিষ্যতে বড় আসরের জন্য এই পদকই তাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এর আগে অনুষ্ঠিত এশিয়ান যুব গেমসের দুটি আসরে অংশ নিলেও বাংলাদেশ কোনো পদক জিততে পারেনি। এবারের আসরে কাবাডিতে একযোগে ছেলে ও মেয়েদের এই সাফল্য বাংলাদেশের জন্য নতুন অধ্যায় রচনা করলো।

উল্লেখ্য, যুব এশিয়ান গেমসের মূল পর্ব শুরু হয়েছে ২২ অক্টোবর। তার আগে গত ১৯ অক্টোবর থেকে শুরু হয়েছে কাবাডি। ৪৫ দেশের প্রায় চার হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের আসরে। ২০০৯ সালে সিঙ্গাপুরে হওয়া প্রথম যুব এশিয়ান গেমসে বাংলাদেশ থেকে চার খেলায় অংশ নিয়েছিলেন মোট ১২ জন অ্যাথলেট।
সর্বশেষ ২০১৩ সালে চীনের নানজিংয়ে হওয়া আসরে অংশ নিয়েছিলেন আট খেলার ১৯ জন খেলোয়াড়। এবার শুধু খেলার সংখ্যা নয়, বেড়েছে খেলোয়াড়ের সংখ্যাও। সব মিলিয়ে বাংলাদেশ থেকে ১৩ খেলার ৬০ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছেন এবারের প্রতিযোগিতায়।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য