
৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপে খেলতে যাওয়ার একদিন আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কোনো আন্তর্জাতিক সিরিজ না খেলার আফসোস শোনা গেল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মুখে।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনের পর সফর পূর্ব সংবাদ সম্মেলনে আফসোসের সুরে জ্যোতি বলেন, অবশ্যই বড় দলের সঙ্গে খেলতে পারলে ভালো হতো। আদর্শ প্রস্তুতি হয়তো হয়নি।
তবে তিনি এটাও জানান, অনুশীলন ক্যাম্পে তারা ঘাটতি দূর করার চেষ্টা করেছেন। এছাড়াও বাংলাদেশে যত ধরনের সুবিধা আছে সব কয়টি তারা পেয়েছেন।
অনুশীলন ক্যাম্পে তারা যথেষ্ট সুযোগ-সুবিধা পাওয়ায় যেটা হয়নি সেটা নিয়ে আর চিন্তা করতে চান না জ্যোতি। তিনি বলেন, বড় দলের বিপক্ষে সিরিজ খেলতে না পারার আক্ষেপ থাকলেও বিশ্বকাপে কিছু ম্যাচ জিততে চায় বাংলাদেশ নারী দল।
দলের কোচ সারোয়ার ইমরান বলেন, আমাদের লক্ষ্য প্রতিটা ম্যাচে ইতিবাচক ক্রিকেট খেলা। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচে আমাদের ভালো সুযোগ রয়েছে। এছাড়াও অন্যান্য দলের সঙ্গেও আমরা ভালো খেলতে চাই। আমরা কাউকে বড় করে দেখছি না তবে প্রতিটা ম্যাচ আমরা জয়ের জন্য খেলবো। গত বিশ্বকাপেও আমরা পাকিস্তানকে হারিয়েছি, এবারের আসরে আমরা আরো কিছু দলকে হারাতে চাই।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলা প্রীতি ম্যাচে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের কাছে ধরাশয়ী হয়েছে জাতীয় নারী ক্রিকেট দল। এ বিষয়ে জ্যোতি বলেন, আমরা অনূর্ধ্ব-১৫ ছেলেদের দলের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামাইনি। তবে তিনি স্বীকার করেন তারা নিজেরাও প্রত্যাশা মাফিক খেলতে পারেননি।
তবে দলের কোচ সারোয়ার বলেন, আমরা ওদের (ছেলেদের অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দল) সঙ্গে বিকেএসপিতে ৪৯ রানেও অলআউট হয়েছি। দিনে দিনে আমাদের উন্নতি হয়েছে কিন্তু অনূর্ধ্ব-১৫ দলের ফিল্ডিং বড় ব্যবধান গড়ে দিয়েছে। ওদের বোলিং ও ফিল্ডিং অনেক ভালো ছিলো।
দলের দীর্ঘ বিরতি নিয়ে জ্যোতি বলেন, আমরা একটি সিরিজ খেলার পর ৩-৪ মাস আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। একটি ব্যাটিং ইউনিটকে ভালো উইকেটে নিয়মিত ক্রিকেট খেলতে হয়। আমাদের সাধারণ গড় ১৮০ হলেও সবশেষ পাকিস্তান সিরিজে এক ম্যাচ বাদে বাকি সকল ম্যাচে আমরা ২০০-র বেশি রান করেছি।
জ্যোতির মতে তার দল ভালো উইকেটে বড় রান করার সামর্থ্য রাখে। সঙ্গে দলের বোলিং ইউনিটের ওপরও ভরসা আছে তার। তিনি বলেন, সামনে চ্যালেঞ্জ থাকলেও আইসিসি টুর্নামেন্ট ভালো উইকেটে খেলার দারুন সুযোগ।
কোচ বলেন, সেখানে (বিশ্বকাপে) আমরা দলকে আবার পর্যালোচনা করতে পারবো, ভিন্ন কম্বিনেশনে খেলার চেষ্টা করবো। আমরা দলের প্রতিটি দিক নিয়ে আলোচনা করছি। অনুশীলনের সময় আমরা দুর্বলতাগুলো কাটানোর চেষ্টা করেছি। অধিকাংশ ট্রেনিং সেশনে ম্যাচ সিনারিও নিয়েও কাজ করেছি।
বিশ্বকাপ সামনে রেখে পাওয়ার হিটিং এর জন্য জুলিয়ান উডকে কোচ হিসেবে নিয়োগ করেছে বিসিবি। এ প্রসঙ্গে জ্যোতি বলেন, এত অল্প সময়ে বেশি কাজ করা সম্ভব না। তবুও বলবো বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে, উনি পাওয়ার হিটিং শেখাতে চেয়েছেন। তবে অল্প সময়ে পরিবর্তন আশা করা যায় না, আমরা যে ফরম্যাটে খেলতে যাচ্ছি সেখানে পাওয়ার হিটিং এর প্রয়োজন রয়েছে। ছোট ছোট কাজ যেগুলো তিনি করেছেন, সেগুলো ব্যবহার করতে পারলে ম্যাচে বেশ ইতিবাচক ফল পাওয়া যাবে।
বিশ্বকাপ দল থেকে অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনার বাদ পড়া নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। এ সম্পর্কে দলের জোচ সারোয়ার ইমরান বলেন, সুমনার ব্যাপারে বেশ দীর্ঘ সময় ধরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি অধিনায়ককে সঙ্গে নিয়ে নির্বাচকদের সাথে কথা বলেছি। পাকিস্তান সফরে অধিনায়ক সুমনাকে বোলিং করতে বললে, সে বোলিং করতে রাজি হয়নি। ঢাকাতে বা প্রস্তুতি ম্যাচে সে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে সে বোলিং করতে পারে না। আমাদের মূল প্রতিপক্ষ হলো পাকিস্তান ও শ্রীলংকা। তাদের বিপক্ষে খেলতে আমাদের একজন অফ স্পিনার লাগবে, যে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে ভালো বোলিং করতে পারবে।
এ ব্যাপারে জ্যোতি বলেন, আমরা সুমনা ও নিশিতাকে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে পর্যবেক্ষণ করেছি। আমাদের কাছে মনে হয়েছে নিশিতা এগিয়ে রয়েছে। সে খুব নির্ভুল অফ স্পিনার, আশা করি দলের চাহিদা পূরণ করতে পারবে। এটা নয় যে সুমনা ভালো খেলোয়াড় নয়, তার সামনে আরো অনেক সুযোগ রয়েছে।
কলম্বোয় প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। লিগ পর্বে বাংলাদেশের বাকি ছয়টি ম্যাচই ভারতে। মূল বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন মেয়েরা।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের কলম্বোয় প্রথম ম্যাচ ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। লিগ পর্বের বাকি ছয় ম্যাচই ভারতে। বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে নারী দল।
ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/এনজি
