
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভাগ করে দুটি দল (লাল ও সবুজ) এবং অনূর্ধ্ব-১৫ ছেলেদের নিয়ে এক বিশেষ ওয়ানডে চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার নাম দেওয়া হয়েছে ওমেন্স চ্যালেঞ্জ কাপ। এই কাপে নারীদের লাল দলকে হারিয়ে বড় চমক দেখিয়েছে অনূর্ধ্ব-১৫ দলের ছেলেরা।
আজ বুধবার (২০ আগস্ট) চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-১৫ ছেলেদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী লাল দল। এই ম্যাচে ৮৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে নারী লাল দল।
সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে বিসিবি অনূর্ধ্ব-১৫ দল। জবাবে ব্যাট করতে নেমে ৯৪ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী লাল দল।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ নারী লাল দল। প্রথম ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলে নেয় তারা। তবে ১৬তম ওভারের প্রথম বলেই রান আউটের শিকার হয়ে ফিরে যান ওপেনার শারমিন সুলতালা। ৫৪ বলে ২০ রান করেন তিনি। পরের ওভারে ফিরে যান আরেক ওপেনার তানজিমও। ৪১ বলে ১৬ রান করে ফিরেন তিনি।
এরপরেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। তানজিম ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে লাল দলের ব্যাটিং অর্ডার। প্রথম ম্যাচে সবুজ দলের বিপক্ষে ম্যাচসেরা হওয়া জ্যোতি আজ ফিরেছেন ডাক মেরে। এছাড়া বাকিরাও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তাতে শতরান তোলার আগেই ৯৪ রান করে অলআউট হয়ে যায় লাল দল।
অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ৮ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন আলিমুল ইসলাম আদিব। ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তার হাতেই। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন আলিফ ও জাহিন।
এর আগে ব্যাটিংয়ে নেমে অনূর্ধ্ব-১৫ ছেলে দলের পক্ষে ৬৩ বলে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন বায়োজিদ। আলিফের ব্যাট থেকে আসে ৮১ বলে ৪৫ রানের ইনিংস। এছাড়া ফাহিমের ব্যাট থেকে এসেছে ৬৫ বলে ২০ রান।
ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৫/বিটি
