
নারী ওয়ানডে বিশ্বকাপ শুরুতে আর দুই মাস সময়ও বাকি নেই। আগামী মাসের শেষ সপ্তাহে ভারত ও শ্রীলংকার মাটিতে টুর্নামেন্টের ১৩তম আসরের পর্দা উঠবে। এই বিশ্ব ইভেন্টকে সামনে রেখে দল গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক সূচি নেই বাংলাদেশের মেয়েদের। নিগারদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে এক বিকল্প পথ বেছে নিয়েছে বিসিবি। নারী ক্রিকেটারদের মধ্যে থেকে দুটি দল এবং অনূর্ধ্ব-১৫ ছেলেদের একটি দল নিয়ে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
মেয়েদের দুটি দল এবং অনূর্ধ্ব-১৫ ছেলেদের একটি দলসহ মোট ৩ দল নিয়ে মাঠে গড়াতে যাওয়া এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে উইমেন’স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ।
আগামী সোমবার (১৮ আগস্ট) থেকে মাঠে গড়াবে তিন দলের এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রবিন লিগ পদ্ধতিতে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো।
গত চার মাস ধরে কোন আন্তর্জাতিক সূচি নেই বাংলাদেশের মেয়েদের। সবশেষ পাকিস্তানে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নিয়েছিল টাইগ্রেসরা। ৬ দলের এই সেই বাছাইপর্বে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে নিগার সুলতানা জ্যোতির দল।
বিশ্বকাপ বাছাইয়ের পর ফাঁকা সময় কাজে লাগাতে সিরিজ আয়োজনের চেষ্টা করেছিল বিসিবি। তবে নানা কারণে সেটা সম্ভব হয়নি। আর এ কারণেই জ্যোতিদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই ব্যতিক্রমী পথ বেছে নিয়েছে বোর্ড।
আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের। এরপর ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৫/বিটি
