দ্বায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের অন্যতম সফল কোচ জোনাথন ট্রট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের ইতি টানতে চলেছেন প্রোটিয়া বংশোদ্ভুত এই ইংলিশ ব্যাটার।
আফগানিস্তানের কোচ হিসেবে বেশ সফল জোনাথন ট্রট। তার অধীনে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের খুব কাছে চলে গিয়েছিল আফগানরা। যদিও শেষ পর্যন্ত ৬ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
তবে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে আফগানরা। তার অধীনে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান দল।
নিজের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে ট্রট বলেন, ‘আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করা আমার জন্য এক বিশেষ সৌভাগ্যের বিষয় ছিল। তাদের আবেগ, দৃঢ়তা এবং সাফল্যের ক্ষুধা প্রত্যক্ষ করা অনুপ্রেরণাদায়ক।’
তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত। আমি সবসময় আফগান ক্রিকেটের সমর্থক হয়ে থাকব। আমি দলটির এবং আফগান জনগণের আগামীর সাফল্য কামনা করছি।’
ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৫/এআই