
ওল্ড ট্র্যাফোর্ডে দুর্দান্ত এক সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে উঠে এসেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে চলতি সিরিজের চতুর্থ টেস্টে অপরাজিত ১২০ রানের ইনিংস খেলার পথে তিনি পেছনে ফেলেছেন রিকি পন্টিংয়ের ১৩,৩৭৮ রানের রেকর্ড।
এই ইনিংসের মাধ্যমে রুট এক লাফে পঞ্চম স্থান থেকে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। পথিমধ্যে তিনি টপকে গেছেন রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) এবং অবশেষে পন্টিংকেও।
বর্তমানে তার সামনে কেবল একজন- টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার, যার ঝুলিতে রয়েছে ১৫,৯২১ রান।
ইংল্যান্ডের ইনিংসের ৩৯তম ওভারে মাঠে নামেন রুট, তখন স্কোরবোর্ডে ১৯৭/২। ওপেনারদের দুর্দান্ত শুরুয়ের পর ইনিংস স্থিতিশীল করার দায়িত্ব নেন রুট, যা তিনি দিন শেষে এবং পরদিনও ধরে রাখেন।
আরও পড়ুন:
»যুব ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার
» রুটের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে বড় লিডের পথে ইংল্যান্ড
৯৬তম ওভারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন রুট, যা টেস্ট ক্যারিয়ারে তার ৩৮তম শতক। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে শতকে তৃতীয় স্থানে অবস্থান করছেন। শতকের তালিকায় রুটের সামনে রয়েছেন এখন কেবল রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকার (৫১)।
এছাড়া এই ইনিংসে রুট ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন, যা ইংল্যান্ডকে এনে দিয়েছে শক্ত ভিত।
তৃতীয় দিনের চা-বিরতিতে ইংল্যান্ড এগিয়ে ছিল ৭৫ রানে, হাতে ছিল ৬টি উইকেট।
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/এসএ/এনজি
