Connect with us
ভিডিও গ্যালারি

ভারতীয় বোর্ড থেকে ৯ লাখ টাকার জার্সি উধাও! (ভিডিও)

indian cricket board jersey theft
আইপিএলের ২৬১টি জার্সি উধাও হয়ে যায়। ছবি- সংগৃহীত

বিরাট এক চুরির ঘটনা ঘটেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়ে। দেশটির গণমাধ্যম বলছে, মুম্বাইয়ে বিসিসিআইয়ের দপ্তর থেকে আইপিএলের ২৬১টি জার্সি উধাও হয়ে যায়। জার্সিগুলোর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ১৯ হাজার টাকা। চুরি হওয়া জার্সিগুলি বিক্রি করা হয়েছিল হরিয়ানার এক ব্যক্তিকে। এই অভিযোগে ইতোমধ্যে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত ১৩ জুন অডিটের সময় চুরির ঘটনাটি বিসিসিআই কর্মকর্তাদের নজরে আসে। গুদামঘরে রাখা জার্সির হিসাব না মেলায় কর্মকর্তারা সিসিটিভি ফুটেজে দেখতে পান, অভিযুক্ত নিরাপত্তাকর্মী একটি বক্সে বেশ কিছু জার্সি ভরে গুদামঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। এরপর ১৭ জুন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। বিসিসিআইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

এরপরই চুরির অভিযোগে গ্রেফতার করা হয় এক নিরাপত্তাকর্মীকে। পুলিশের কাছে অপরাধ স্বীকার করে ফারুক বলেছেন, অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে তিনি বাধ্য হয়ে চুরি করেছেন। তিনি সেই হরিয়ানার ব্যবসায়ীর কাছে জার্সিগুলো কত টাকায় বিক্রি করেছেন, সেটা অবশ্য জানা যায়নি।


আরও পড়ুন 

» অভিজ্ঞ যেসব প্রতিষ্ঠান বিপিএলের ব্র্যান্ডিংয়ে আগ্রহী

» পারেনি আর্জেন্টিনা, আবারও ফাইনালে ব্রাজিল (ভিডিও)


ওই ব্যবসায়ী অবশ্য পুলিশের কাছে দাবি করেছেন, জার্সিগুলো চুরি করা সেটা তিনি জানতেন না। সেই ব্যবসায়ীর নাম প্রকাশ করা হয়নি।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিরাপত্তা কর্মীর সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ হয়েছিল। ওই ব্যবসায়ীর দাবি, ওই নিরাপত্তা কর্মী নাকি তাকে বলেছিলেন, বিসিসিআই দপ্তরে কাজ চলছে; তাই ঘর খালি করার জন্য জার্সিগুলো তাকে বিক্রি করে দিতে বলা হয়েছে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতোমধ্যে চুরি যাওয়া জার্সিগুলোর মধ্যে ৫০টি উদ্ধার হয়েছে।

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ভিডিও গ্যালারি