Connect with us
ক্রিকেট

রেকর্ড সেঞ্চুরির পর মারুফাকে উদ্দেশ্য করে জেমিমাহর মন্তব্য

মারুফা আক্তার ও জেমিমাহ রদ্রিগেজ। ছবি- সংগৃহীত

সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। যেখানে রীতিমতো বিশ্বরেকর্ড গড়ে জয় ছিনিয়ে নিয়েছে স্বাগতিকরা। নারী ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ভারত। আর সেই ম্যাচে রেকর্ড সেঞ্চুরি হাঁকিয়েছেন জেমিমাহ রদ্রিগেজ।

গতকাল বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনালে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। নকআউট পর্বে নারী বা পুরুষ কোনও ক্রিকেটেই এত বড় রান সফল হবে তাড়া করে জয়ের ইতিহাস ছিল না। আর এমন ম্যাচে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন জেমিমাহ।

নারী বিশ্বকাপের নকআউট পর্বে রান তাড়া করতে নেমে জেমিমাহর এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আর ম্যাচ জিতানোর পর সকলের প্রশংসায় ভাসছেন এই নারী ক্রিকেটার। তাকে শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করেছেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। এরপর মারুফাকে উদ্দেশ্য করে নিজের মন্তব্যও জানিয়েছেন জেমিমাহ।



জয়ের পর জেমিমাহর আবেগপ্রবণ ছবি পোস্ট করে তার ক্যাপশনে মারুফা লেখেন, ‘জেমি দিদি, তুমি আমাদের এত চমৎকার একটা খেলা উপহার দিয়েছো। সত্যি বলতে, এটা প্রকাশ করার মতো আমার কাছে কোন ভাষা নেই। আমি সবসময় তোমার জন্য প্রার্থনা করব। তুমি তোমার দলকে এগিয়ে নিয়ে যেতে থাকো এবং আরও বড় সাফল্য অর্জন করতে থাকো। ফাইনাল ম্যাচের জন্য আমার শুভকামনা এবং প্রার্থনা তোমার সাথে আছে।’

বাংলাদেশি নারী পেসার মারুফা আক্তার চলমান এই নারী বিশ্বকাপে নিজের দক্ষতা দেখিয়ে নজর কেড়েছেন সকলের। তার এই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন জেমিমাহ নিজে। যেখানে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ মারুফা। তুমি নিজেই তো অনেক অনুপ্রেরণা! তুমি যা করেছো তা বাংলাদেশ এবং সারা বিশ্বের অনেক মেয়েকে অনুপ্রাণিত করেছে।’

মারুফা আক্তার এবারের বিশ্বকাপে বেশ দারুণভাবে নিজের সক্ষমতার ছাপ রেখেছেন। তার একটি ইনসুইং বলে উইকেট শিকারের ডেলিভারিকে বিশ্বকাপ ইতিহাসের সেরা বলেও আখ্যা দিয়েছিলেন শ্রীলঙ্কান সাবেক কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শেষে বর্তমানে তিনি আছেন বিশ্রামে। আগামী ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট