
লঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রিকেট বিশ্বে। বিভিন্ন দেশের ক্রিকেটার, ক্লাব ও কিংবদন্তিরা শোকবার্তা জানিয়েছেন।
শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান কোচ সনৎ জয়াসুরিয়া নিজের ফেসবুক পোস্টে লিখেছেন,
আমি গভীরভাবে শোকাহত মি. সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে। তিনি ছিলেন একজন বাবা, একজন ক্রিকেটার এবং এমন একজন মানুষ যিনি এমন একটি সন্তানকে বড় করেছেন, যাকে নিয়ে পুরো জাতি গর্ব করে।
ভেল্লালাগেকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন,আমি জানি তুমি দৃঢ় মানসিকতার একজন। আমার কোনো সন্দেহ নেই যে তুমি আরও অনেক ম্যাচ জিতে শ্রীলঙ্কার হয়ে তাঁকে গর্বিত করবে। এই কঠিন সময়ে মনে রেখো, তুমি একা নও। আমি তোমার পাশে থাকব একজন বাবার মতো।
দলের সমর্থনের কথাও জানান জয়াসুরিয়া—পুরো দল, পুরো জাতি এবং ক্রিকেটপ্রেমী সবাই তোমার সঙ্গে আছে।
গতকাল সমীকরণ আর রোমাঞ্চে ভরা ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে শ্রীলঙ্কা। তবে ম্যাচ শেষে বাবার মৃত্যুর খবর পান ভেল্লালাগে। খবর নিশ্চিত হওয়ার পর তিনি টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদাকে সঙ্গে নিয়ে আবুধাবি থেকে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করেন।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এনজি
