ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। আর সেই বিষয়টাই ভালো ভাবে ফুটে উঠছে আবারও। এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা ফুরিয়ে গেলেও বাছাইয়ের ভারত ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত সমর্থকদের মাঝে। অনুশীলন ক্যাম্পে যোগ দিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া নিজেও জানালেন এটা ‘বড় ম্যাচ’।
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচে আগামী ১৮ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। তার আগে নেপালের বিপক্ষে ১৩ নভেম্বর একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই দুই ম্যাচ সামনে রেখে আজ বৃহস্পতিবার ক্যাম্পে যোগ দিয়েছেন জামাল।
বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে এই ফুটবলার কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানিয়েছেন জয়ের প্রত্যাশা, ‘আমি মনে করি ভারত ম্যাচ একটা বড় ম্যাচ। কারণ এখানে প্রতিপক্ষ ভারত। আর এই বাংলাদেশ-ভারত লড়াইয়ের একটা ভালো ইতিহাস আছে। তাই আমরা ভারতের সাথে জিততে চাই।’
দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিয়ে জামাল ভূঁইয়া বলেছেন, ‘আজকে তো প্রথম দিন। তো পুরো স্কোয়াড এখনও যোগ দেয়নি ক্যাম্পে। আশা করি, আগামী তিন-চার দিন পর পুরো দল থাকবে একসাথে। আর হামজা, সামিত একটু দেরিতে যোগ দিবে। আশা করি, একটা ভালো ক্যাম্প হবে।’
বিদেশি লিগে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী ও সামিত সোমের ক্যাম্পে যোগ দেওয়ার দিনক্ষণ জানিয়ে জামাল বলেন, ‘এখন ক্যাম্পে আছে ১৪ জন। হামজা খুব সম্ভবত ১০ নভেম্বর ক্যাম্পে যোগ দিবে। আর সামিতের একটা খেলা আছে ৮ তারিখ, তারপর বোঝা যাবে। দুজনই নেপালের বিপক্ষে খেলবে।’
উল্লেখ্য, ইতোমধ্যেই এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ ও ভারত উভয় দলের। তবুও বাছাইপর্বে আরও দুই ম্যাচ খেলবে উভয় দল। ভারতের পর সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত খেলা চার ম্যাচে দুটিতে হারের বিপরীতে দুটিতে ড্র করেছে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/এফএএস