Connect with us
ফুটবল

৫ মাসের জন্য মাঠের বাইরে জামাল মুসিয়ালা

Jamal Musiala out for 5 months
ইনজুরির কারণে প্রায় ৫ মাস মাঠের বাইরে থাকতে হবে জামাল মুসিয়ালাকে। ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ম্যাচে বাম পায়ের গোড়ালির ফিবুলা হাড় এবং একাধিক লিগামেন্ট ছিঁড়ে গেছে জার্মানির তরুণ তারকা জামাল মুসিয়ালার। এই ইনজুরির কারণে ২২ বছর বয়সী এই মিডফিল্ডারকে প্রায় ৪ থেকে ৫ মাস মাঠের বাইরে থাকতে হবে।

জার্মান পত্রিকা বিল্ডের প্রতিবেদন এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পিএসজির বিরুদ্ধে খেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মুসিয়ালা। সেই মুহূর্তে তার পা দোন্নারুম্মার নিচে আটকে যায় এবং সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন এই তরুণ মিডফিল্ডার। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ভয়াবহ ইনজুরির খবর নিশ্চিত হয়।

আরও পড়ুন:

» মুসিয়ালার চোটে বায়ার্ন কোচের ক্ষোভ, দোন্নারুম্মাকে ‍দুষলেন ন্যুয়ার

» ব্রাজিলিয়ান তারকা নেইমারের পরিবারে এলো নতুন সদস্য

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টোফ ফ্রয়েন্ড এই ঘটনায় তার হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে বিষয়টি ভালো দেখাচ্ছে না। আমরা আশাবাদী ছিলাম, তবে এখন স্পষ্ট যে তাকে অনেকদিন পাচ্ছি না।’

মুসিয়ালার চোটের শিকার হওয়া ম্যাচেই বায়ার্ন ২-০ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। সম্প্রতি দলের ১০ নম্বর জার্সি পাওয়া মুসিয়ালা বায়ার্নের ভবিষ্যতের অন্যতম বড় ভরসা ছিলেন। এই ইনজুরি না হলে ২০২৫-২৬ মৌসুমে তাকে দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেত।

এখন সবার অপেক্ষা, এই তরুণ তারকা কীভাবে এই কঠিন চোট পেছনে ফেলে আবারও স্বমহিমায় মাঠে ফেরেন। তার দ্রুত সুস্থতার জন্য ফুটবলপ্রেমীরা এখন প্রার্থনা করছেন।

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল