
নেপালের বিপক্ষে দ্বিতীয় ও ফিফা আন্তর্জাতিক শেষ প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু নেপালে তরুণদের আন্দোলনের কারণে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ম্যাচটি স্থগিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে নির্ধারিত সময়ের একদিন আগেই মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা।
সোমবার রাতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
অস্থিতিশীলতার কারণে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনের পর খেলোয়াড়রা টিম হোটেলেই অবস্থান করেন। অনুশীলন শেষে মাঠে যাওয়ার প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে খেলা বাতিল হয়।
উল্লেখ্য, সফরের প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় ৬ সেপ্টেম্বর। সেই ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ফলে জয়বিহীনভাবেই দেশে ফিরতে হচ্ছে জাতীয় দলকে।
ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৫/এনজি
