
বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি নিয়ে প্রশ্ন ছিল সবসময়। এই বিভাগে অতীতেও বেশ দুর্বল ছিল টাইগার ব্যাটাররা। তবে সম্প্রতি ছক্কা হাকানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে ব্যাটাররা। যে কারণে পাওয়ার হিটিং নিয়ে আলাদাভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাকের-তানজিদদের পাওয়ার হিটিংয়ে দক্ষতা বাড়ানোর জন্য ইংল্যান্ড থেকে বিশেষ কোচ এনেছে বোর্ড।
এশিয়া কাপ সামনে রেখে ইংল্যান্ডের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বিসিবি। তিনি বর্তমান সময়ের পাওয়ার হিটিংয়ের সেরা কোচদের একজন। ইতোমধ্যে ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেছেন উড। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়ার হিটিং নিয়ে কাজ করবেন ইংলিশ কোচ।
উডের অধীনে গত কয়েকদিনের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। আজ সোমবার (১৮ আগস্ট) সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘জুলিয়ান পাওয়ার হিটিংয়ে আমাদের বেশকিছু স্কিল নিয়ে কাজ করছেন। আমরা কিভাবে পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে পারি, কোন জায়গায় কার দুর্বলতা, কার কতটা উন্নতি করা যায়, এসব নিয়েই তিনি কাজ করছেন।’
এশিয়া কাপ সামনে রেখে আরো অন্যান্য ফিটনেস নিয়েও কাজ করছে বাংলাদেশের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ান কোচ নাদান কেলির অধীনে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফিটনেস ক্যাম্প শুরু করেছিল টাইগাররা।
ফিটনেস উন্নতির প্রসঙ্গে জাকের বলেন, ‘ফিটনেস ট্রেনিং নিয়ে একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে কেলি। যেটা আমাদের কাছে কিছুটা কঠিন লেগেছে। আপনারা হয়ত দেখেছেন আমরা কোন অবস্থানে আছি। আমাদের সবার গায়ে ট্র্যাকার লাগানো থাকে। আমরা কে প্রথম, কে দ্বিতীয় হয়েছি তার চেয়ে কেলির কাছে বেশি গুরুত্বপূর্ণ কে বেশী চেষ্টা করছে সেটা।’
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ইতোমধ্যে মিরপুরে অনুশীলন শেষ হয়েছে টাইগারদের। নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে আগামী ২০ আগস্ট সিলেটে যাবে জাকেররা। এরপর সেখানেই চলবে বাকি প্রস্তুতি। ৩০ আগস্ট শুরু হবে এই সিরিজ, চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর এশিয়া কাপের উদ্দেশ্যে আরব আমিরাতে পাড়ি জমাবে লিটন দাসের দল।
ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৫/বিটি
