ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াল ভারত। জয় দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের কাছে হেরে যায় স্বাগতিকরা। তবে সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে দুর্দান্ত এক জয়ে ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছে লোকেশ রাহুলের দল।
শনিবার (৬ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ওয়ানডেতে যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি এবং রোহিত শর্মা ও বিরাট কোহলির ফিফটিতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত।
ভিশাখাপত্তনমে এদিন টস জিতেছে ভারত। ২০ ম্যাচ পর ওয়ানডেতে টস জিততে পেরে হাসি ফুটে ওঠে লোকেশ রাহুলের মুখে। প্রোটিয়াদের শিশিরের ফাঁদে ফেলতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাহুল। তার এমন সিদ্ধান্তে ভারত একপ্রকার সফলই হয়েছে বলা যায়।
আগে ব্যাট করতে নেমে ২৭০ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। যদিও ম্যাচের এক পর্যায়ে মনে হচ্ছিল সাড়ে তিনশ ছুঁবে তারা। শুরুতেই রায়ান রিকেল্টনকে হারানোর পর কিছুটা দেখেশুনে খেলতে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমার মিলে বিপত্তি সামাল দেন। তবে বাভুমা (৪৮) ফিফটি মিস করে ২১তম ওভারে ১১৪ রানের মাথায় বিদায় নেন।

দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন কুইন্টন ডি কক। ছবি- বিসিসিআই
এরপর ম্যাথিউ ব্রিটজিকে নিয়ে আরও অর্ধশত রানের জুটি গড়েন ডি কক। একইসঙ্গে তুলে নেন সেঞ্চুরিও। তাতে ২৮ ওভারেই ২ উইকেটে ১৬৭ রান তুলে নেয় প্রোটিয়ারা। তবে বিপত্তি বাধে ২৯তম ওভারে। প্রসিদ্ধ কৃষ্ণা এসে এক ওভারে জোড়া উইকেট তুলে নেন। একে একে ব্রিটজিকে (২৪) ও এইডেন মার্করামকে (১) ফেরান তিনি। আর সেটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।
দ্রুত দুটি উইকেট হারানোর পর আর ভালোভাবে ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ১৯৯ রানের মাথায় বিদায় নেন ডি কক। কৃষ্ণাকে উইকেট দেওয়ার আগে ৮৯ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এরপর দেওয়াল্ড ব্রেভিসও বিদায় নেন ২৯ রান করে। তবে মার্কো ইয়ানসেন-করবিন বসরা ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। শেষদিকে কেশভ মহারাজের ২০ রানের ক্যামিওতে ২৭০ রান তুলতে সক্ষম হয় দলটি।

কৃষ্ণা ও কুলদীপ মিলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ছবি- বিসিসিআই
ভারতের হয়ে ১০ ওভারে মাত্র ৪১ রান দিয়ে ৪টি উইকেট নেন কুলদীপ যাদব। ৪টি উইকেট শিকার করেন প্রসিদ্ধ কৃষ্ণাও। এছাড়া একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও আর্শদীপ সিং।
জনাবে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। উদ্বোধনী জুটিতে ১৫৫ বলে ১৫৫ রান তুলে নেন তারা। রোহিত ৭৩ বলে ৭ চার ও ৩ চারে ৭৫ রান করে বিদায় নেন। এরপর জয়সওয়াল ও কোহলি মিলে ৮৪ বলে ১১৬ রানের অপরাজিত জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন।
জয়সওয়াল ১২১ বলে ১২ চার ও ২ ছক্কায় ১১৬ রান করে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে কোহলি ৪৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৫ রান করে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র উইকেটটি নেন কেশভ মহারাজ।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ২৭০/১০ (৪৭.৫ ওভার)
ভারত : ২৭১/১ (৩৯.৫ ওভার)
ফলাফল : ভারত ৯ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৫/বিটি