
তারুণ্য নির্ভর ভারতের অন্যতম আস্থার প্রতীক হয়ে উঠছেন যশস্বী জয়শওয়াল। অভিষেকের পর থেকেই নিজের ব্যাটিং নৈপুণ্যে নজর কেড়েছেন দর্শকের। এবার দারুণ একটি মাইলফলক স্পর্শ করলেন জয়সওয়াল।
ব্যাট হাতে দ্যুতি ছড়াচ্ছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ধারাবাহিকভাবে রান করে এরই মধ্যে ভারতের টেস্ট দলের ভরসায় পরিণত হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে ৭ম সেঞ্চুরির দেখা পেয়েছেন জয়সওয়াল। তাতেই অ্যালিস্টার কুক, গ্রায়েম স্মিথ ও কেন উইলিয়ামসনদের পাশে বসলেন এই উদীয়মান ব্যাটার।
২৪ বছর হওয়ার আগেই টেস্টে ৭ টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র ৩জন ব্যাটার। এবার সেই তালিকায় এবার জায়গা করে নিলেন জয়সওয়াল।
২৪ পা রাখার আগেই টেস্টে ১২ টি সেঞ্চুরির রেকর্ড কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের দখলে। ১১টি সেঞ্চুরি করে তালিকার দুইয়ে আছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ২৪ বছর বয়স হওয়ার আগেই টেস্টে ৯ টি সেঞ্চুরি করেছেন স্যার গ্যারি সোবার্স। তালিকার তিনে আছেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই অলরাউন্ডার।
৭টি আলাদা ভেন্যুতে ৭ সেঞ্চুরির দেখা পেলেন জয়সওয়াল। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডমিনিকায় অভিষেক টেস্টের প্রথম ইনিংসে টানা ৮ ঘণ্টা ক্রিজে থেকে ১৭১ রানের ইনিংস খেলেন। টেস্টে পথচলার শুরুতেই নিজের ধৈর্য এবং দক্ষতার প্রমাণ দেন জয়সওয়াল। দিল্লি টেস্ট খেলতে নামার আগে ২৫ টেস্টের ৪৭ ইনিংসে এই ব্যাটারের সংগ্রহ ছিল ২২৪৫ রান। ব্যাটিং গড় প্রায় ৫০। ১২টি ফিফটি হাঁকিয়েছেন তিনি। সর্বোচ্চ ইনিংসটি ২১৪ রানের।
জয়সওয়ালের সেঞ্চুরিতে দিল্লি টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩১৮ রান। ১৭৩ রানে অপরাজিত আছেন ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকা জয়সওয়াল। তার সঙ্গে ২০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন শুবমান গিল। ভারতের পতন হওয়া দুটি উইকেটই নেন জোমেল ওয়ারিকান।
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/এআই
