Connect with us
ক্রিকেট

‘আমাদের কপালের দোষ’– মিরপুরের উইকেট নিয়ে শান্ত

Shanto
সংবাদ সম্মেলনে শান্ত। ছবি: সংগৃহীত

মিরপুরের উইকেট নিয়ে প্রশ্নটা নতুন নয়। তবে বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের পর সেটা প্রশ্নই আবার উঠে এল সংবাদ সম্মেলনে। প্রশ্ন পর্বের শেষ দিকে যখন বলা হলো, এমন উইকেট কি আপনাদের কপালের দোষ? কিছুক্ষণ নীরব নাজমুল হোসেন শান্ত এরপর হেসেই বললেন, ‘আমাদের কপাল।’ সঙ্গে সঙ্গে হাসিতে ভরে ওঠে সংবাদ সম্মেলনকক্ষ।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট যে ব্যাটসম্যানদের জন্য কঠিন, তা চলতি বিপিএলেই বারবার প্রমাণিত হচ্ছিল । প্রথম এলিমিনেটরে রংপুর রাইডার্স তুলতে পারে মাত্র ১১১ রান, সেই লক্ষ্য টপকাতে সিলেট টাইটান্সকে খেলতে হয় শেষ বল পর্যন্ত। রাতে কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স অলআউট হয় ১৩৩ রানে। জবাবে চট্টগ্রাম রয়্যালসও জয়ের জন্য অপেক্ষা করেছে শেষ ওভার পর্যন্ত।

ম্যাচ শেষে রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সরাসরি উইকেটের সমালোচনা করেন। তাঁর মতে, ‘আমার মনে হয়, এটা টি–টুয়েন্টিসুলভ উইকেট না। ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন। পুরো ৪০ ওভারের ব্যাটিং দেখলে বুঝবেন দেশি-বিদেশি সবাই স্ট্রাগল করেছে। এখানে শট খেলাই যাচ্ছে না।’



মিরপুরের উইকেট নিয়ে দীর্ঘদিনের অভিযোগের পর গত বছর কিউরেটর বদল হলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। এই আসরে সেটাই আবার সামনে এসেছে। দুপুরের এলিমিনেটরের পর একই সুরে কথা বলেন রংপুর অধিনায়ক লিটন দাস। রাতে কোয়ালিফায়ার শেষে উইকেট নিয়ে হতাশা জানান ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসানও।

মেহেদীর মতে, ‘আজকে দুইটা ম্যাচেই দেখা গেছে, উইকেটটা টি–টুয়েন্টির মতো ছিল না। কিউরেটর বদলানোর পর আশা ছিল আরও ভালো কিছু পাব। কিন্তু বাস্তবে তা হয়নি। এই দিক থেকে আমরা সবাই হতাশ।’

উইকেট নিয়ে অসন্তোষ থাকলেও চট্টগ্রামের ফাইনালে ওঠার পথটা সহজ ছিল না। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে দলটির মালিকানা নেয় বিসিবি, বদলাতে হয় কোচিং স্টাফ, প্রথম ম্যাচে খেলতে হয়েছে মাত্র দুই বিদেশি নিয়ে। সেই অবস্থায় দলকে সামলানো মেহেদীর কাছে ছিল বড় চ্যালেঞ্জ।

এই যাত্রা নিয়ে তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে নামলে যা আছে, তা দিয়েই লড়তে হয়। আমাদের দলে হয়তো বড় নাম নেই। কিন্তু সবাই যেভাবে পারফর্ম করেছে, এটা টিম গেম না হলে সম্ভব হতো না।’

বিপিএল শেষে মেহেদী হাসানদের সামনে বিশ্বকাপের সম্ভাব্য মিশন। ১৫ সদস্যের দলে থাকলেও বাংলাদেশ আদৌ বিশ্বকাপে খেলবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। এই বিষয়ে মন্তব্য করতে চাননি মেহেদী। একইভাবে পরিষ্কার ধারণার কথা জানালেন নাজমুল হোসেন শান্তও।

জাতীয় দলের টেস্ট অধিনায়ক হিসেবে শান্ত বলেন, খেলোয়াড়রা সব সময় ক্রিকেট খেলতে চায়, বিশেষ করে বিশ্বকাপের মতো মঞ্চে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের হাতে। আপাতত নজর বিপিএলের শেষ লড়াইয়ে।

ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট