রাঁচিতে ভারত–দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে যেন আবার মনে করিয়ে দিল, কোহলি আর রোহিত এখনও ভারতের সবচেয়ে ভরসার নাম। বয়স বাড়লেও তাঁদের পারফরম্যান্সে প্রভাব কমেনি। এখানেই জোর দিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক ক্রিস শ্রীকান্ত। তাঁর মতে, ২০২৭ বিশ্বকাপ দলে এ দুজনের জায়গা নিয়ে কোনো বিতর্কই থাকার কথা নয়, “ওদের ছাড়া ভারত চ্যাম্পিয়ন হবে না।”
ম্যাচে রোহিতের ৫১ বলে ঝলমলে ৫৭ রানের ইনিংসে ছিল তিনটি ছক্কা। সেই তৃতীয় ছক্কাতেই ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান হিসেবে আফ্রিদিকে পেছনে ফেলেন তিনি। অন্য দিকে কোহলি ১২০ বলে ১৩৫ রানের ইনিংসে ১১ চার, ৭ ছক্কায় সাজানো ইনিংসটি ছিল ক্যারিয়ারের ৫২তম ওয়ানডে সেঞ্চুরি। দুজন মিলে গড়েছেন ১৩৬ রানের জুটি, আর শুরুতেই ভারতকে তুলে দিয়েছেন ৮০ রান।
তাদের দুজনের দৃঢ় ব্যাটিংয়েই তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়েছে ভারত। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। এই জয়ে ভারত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
এই ব্যাটিং দেখে নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত পরিষ্কারভাবে বললেন, রোহিত-কোহলির ওপরই ২০২৭ সালের পরিকল্পনা দাঁড়িয়ে আছে, “ওরা অন্য স্তরের ক্রিকেটার। রোহিত একদিকে, কোহলি অন্যদিকে এই দুই খুঁটি ছাড়া বিশ্বকাপের পরিকল্পনা চলবে না। এতে কোনো সন্দেহ নেই।”
শ্রীকান্তের মতে, দুজন একসঙ্গে দীর্ঘ সময় ব্যাট করলে প্রতিপক্ষ দাড়াতে না পারাই স্বাভাবিক। প্রথম ওয়ানডেতে ঠিক সেটাই ঘটেছে, “ওরা ২০ ওভার টিকে গেলে খেলা শেষ। প্রতিপক্ষের কিছুই করার থাকে না।”
বয়স তিনের ঘরে হলেও রোহিত-কোহলি এখনও যে দারুণ ফিট, সেটিও আলাদা করে প্রশংসা করেছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের এই ওপেনার। বলেছেন, এক সংস্করণে খেলে ধারাবাহিকতা ধরে রাখা সহজ নয়, আর সেই জায়গাটাই তাঁরা ধরে রেখেছেন দুর্দান্তভাবে।
উল্লেখ্য, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায়।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/টিএ