Connect with us
ক্রিকেট

লম্বা সময় পর হঠাৎ ম্যাচ খেললে মানিয়ে নেওয়া কঠিন হয় : সৌম্য

Soumya ruled out of the Afghanistan series after failing to obtain a visa.
সৌম্য সরকার। ছবি- সংগৃহীত

অনেকটা সময় ধরেই জাতীয় দলে থিতু হতে পারছেন না সৌম্য সরকার। আছেন দলে আসা যাওয়ার ভেতরেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বছরের শুরুতে খেলার সুযোগ পেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে এক ম্যাচ খেলেই বাদ পড়েন দল থেকে। এমন হঠাৎ ম্যাচ খেললে মানিয়ে নেওয়া কঠিন বলে জানালেন সৌম্য সরকার।

গতকাল বৃহস্পতিবার রাতে মিরপুরে বাংলাদেশের জয়ের রাতে অসাধারণ ইনিংস খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। তার ব্যাট থেকে এসেছে ৮৬ বলে ৯১ রানের ইনিংস। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। খেলা শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। আর সেখানেই জানিয়েছেন নিজের চ্যালেঞ্জের কথা।

সৌম্য বলেন, ‘(উইকেট নিয়ে) ওরকম কোনো চিন্তাই করিনি আমরা দুজন। পজিটিভ ইনটেন্ট রাখার চেষ্টা করেছি। অনেকদিন পর বলতে, আমি নিজেই অনেক দিন পর জাতীয় দলে খেলছি, ওয়ানডেতে। এটা কঠিন আমার জন্য। যখন হঠাৎ করে অনেক দিন পরে এসে ম্যাচ খেলা লাগে, মানিয়ে নেওয়া লাগে। এটা সব খেলোয়াড়ের জন্যই কঠিন।’



কৃতজ্ঞতা প্রকাশ করে সৌম্য বলেন, ‘ধন্যবাদ দিতে চাই সৃষ্টিকর্তাকে এবং আমার পরিবারকে, আমার স্ত্রীকে। তারা সবসময় যেভাবে আমাকে সমর্থন করেছে। যত কঠিন সময় আসুক, যেকোনো পরিস্থিতিতে তারা আমাকে বলেছে কষ্ট করলে ফল অবশ্যই আসবে।’

এছাড়াও তিনি যোগ করেন, ‘সবসময় ফ্যানদের জন্যই খেলি। ধন্যবাদ, সবসময় সাপোর্ট করবেন। আমাদের জন্য প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন।’

এর আগে আমিনুল ইসলাম বুলবুল সৌম্য সরকারের প্রসঙ্গে বলেছিলেন, ‘সৌম্য সমসমই একজন ট্যালেন্টেড ক্রিকেটার। নির্বাচকদের ধন্যবাদ দেব যে, তারা তাকে দল থেকে বাদ দেয়নি। কারণ বাছাইটা এমন একটা জিনিস যে, একটা ম্যাচ খারাপের পরে আমরা পরের ম্যাচে সাধারণত তাকে ড্রপ করে দিতাম। সৌম্যর এই ব্যাটিং বা কনফিডেন্সটা পাওয়ার ব্যাপারে এটা অনেক কাজ করেছে।’

তবে এরপর আবার কবে সৌম্যকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তা নিশ্চিত নয়। কেননা ওয়ানডে ক্রিকেটে আবারও লম্বা সময়ের বিরতি। বাংলাদেশ ব্যস্ত থাকবে টি-টোয়েন্টি ও টেস্ট নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হয়েছে গতকাল। তবে সেখান থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। তাই জাতীয় দলে আবারও লম্বা বিরতি হতে পারে তার।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট