Connect with us
ক্রিকেট

শোনা কথায় কান না দেওয়াই ভালো : লিটন দাস

সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি- সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ সেরা হয়েছেন অধিনায়ক লিটন দাস। প্রতিপক্ষ দল তুলনামূলক দুর্বল হলেও এশিয়া কাপের আগে এটা বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর। তবে সিলেটে বৃষ্টিতে ভেসে যাওয়া তৃতীয় টি-টোয়েন্টির পর সংবাদ সম্মেলনে পুরোনো এক প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কাপ্তান লিটন।

ক্যারিয়ারের শুরু থেকেই লিটন কিছুটা অন্তর্মুখী স্বভাবের ছিলেন। অনেকে সেটিকে তার নেতৃত্বের পথে বাধা ভেবেছেন। এমনকি বিসিবির কিছু দায়িত্বশীলের কাছ থেকেও শোনা গিয়েছিল- নেতৃত্বের বাড়তি ভার নাকি লিটন উপভোগ করেন না। যদিও এসব কথার কোনো প্রমাণ নেই।

এখন তিনি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক এবং টানা তিনটি সিরিজে দলকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন। এমন সময়ে যখন প্রশ্ন উঠল, অধিনায়কত্ব তিনি উপভোগ করেন কি না, তখন ক্ষুব্ধ লিটন জানালেন, আমার মুখ থেকে কখনও কি শুনেছেন যে আমি উপভোগ করি কী করি না? কাজেই শোনা কথায় কান না দেওয়াই ভালো।



তিনি আরও বলেন, আমি অধিনায়কত্ব অনেক উপভোগ করি, উপভোগ করি বলেই দায়িত্ব নিয়েছি। আমরা কয়েকটি সিরিজে ভালো ক্রিকেট খেলছি। আমি নিজেও পারফর্ম করছি, যেটা দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, নেতা যখন পারফর্ম করে না, দল মানসিকভাবে পিছিয়ে থাকে। তাই আমার চ্যালেঞ্জ ছিল ইনপুট দেওয়া, ব্যাট হাতে পারফর্ম করা। আমি খুশি যে দলের অংশ হিসেবে প্রভাব রাখতে পারছি।

ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট