 
																												
														
														
													কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে যখন মাঠ ছাড়ছিলেন রাফিনিয়া। তখন খানিকক্ষণের জন্য হলেও ২০১০ সালে ফিরে গিয়েছে বার্সা ভক্তরা।
কেননা ২০১০ সালে নভেম্বরে রিয়াল মাদ্রিদকে সান্তিয়াগো বার্নাব্যুতে ৫-০ গোলে হারিয়েছে কাতালানরা। সেই ম্যাচে কিংবদন্তি লিওনেল মেসি আহত অবস্থায় যেভাবে মাঠ ছেড়েছিল। রোববার রাতে একইভাবে মাঠ ছাড়েছে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।
এল ক্লাসিকো মানে টানটান উত্তেজনা। ৯০ মিনিটের খেলা থাকে রোমাঞ্চ। আর যদি সেটি হয় শিরোপা নির্ধারণের ম্যাচ। তখন সেই উত্তেজন বেড়ে যায় কয়েক গুণ। গেল পরশু রাতে স্প্যানিশ সুপার কাপের, ফাইনালে তেমনই এক রোমাঞ্চকর ম্যাচ দেখল ফুটবল বিশ্ব। যেখানে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে শিরোপা পুনরুদ্ধার করল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
আরও পড়ুন :
» ম্যানসিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৪ জানুয়ারি ২৫)
» রিয়ালের জালে ৫ গোল দিয়ে সুপার কাপ শিরোপা জিতল বার্সেলোনা
» মাত্র ৪২ মিনিট খেলেই প্রায় ৩০ কোটি টাকা আয় নেইমারের
যদিও এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পের গোলে মাত্র পাঁচ মিনিটের মাথায় লিভ নেয় রিয়াল মাদ্রিদ। এরপর রিয়াল মাদ্রিদের পুরো গল্পই ছিল হতাশায় ভরা। ম্যাচের ২২ মিনিটে লামিন ইয়মালের দুর্দান্ত গোলে সমতায় ফিরে কাতালানরা। চলতি বছরে দুই। ম্যাচ খেলে দুটিতেই গোলের দেখা পান ১৭ বছর বয়সি এই স্প্যানিশ তরুণ।
তবে ম্যাচের ৫৬ মিনিটে বার্সা গোলরক্ষক ওজসিচ সেজেসনি লাল কার্ডে কিছু স্বস্তি ফিরে মাদ্রিদ শিবিরে। ফ্রি কিক থেকে গোল করে রদ্রিগো দেখান আশার আলো। তবে ম্যাচের বাকি সময় শতচেষ্টা করেও বার্সা দুর্গ ভেদ করতে পারেনি এমবাপ্পে-বেলিংহ্যামরা। মাঠ ছেড়েছে ৫-২ গোলের হার নিয়ে।
তাতে স্প্যানিশ সুপার কাপে প্রথম দল হিসেবে ১৫ বার শিরোপা উঁচিয়ে ধরার রেকর্ড গড়েন কাতালানরা। শুধু বার্সা নয়। এই ম্যাচের মধ্যদিয়ে অনন্য গল্প লিখলেন হ্যান্সি ফ্রিক। নিজের কোচিং ক্যারিয়ারে ছয়টি ফাইনালে খেলে তার জয় শতভাগ।
এমন দুর্দান্ত জয়ের পর শিষ্যদের নিয়ে গর্বিত হ্যান্সি ফ্রিক। তিনি বলেন, আমি খেলোয়াড়, স্টাফ ভক্তদের জন্য গর্বিত। এমবাপ্পের প্রথম গোলের পর ফিরে আসাটা দুর্দান্ত ছিল। আমরা এই জিনিসগুলো ভালো করেছি এবং এটি অবিশ্বাস্য ছিল।
এছাড়াও ঐক্যবদ্ধকে সফলতার চাবিকাঠি মনে করেন এই জার্মান কোচ।
অপরদিকে ম্যাচ হারের পর সহজ- সরল স্বীকারোক্তি রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদরিচের। তার মতে ভালো খেলে জয় পেয়েছে বার্সা। এছাড়াও সবশেষ এল ক্লাসিকোর প্রসঙ্গ টেনে ক্রোয়েশিয়ান এই তারকা আরো বলেন, আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যখন দুটি ম্যাচে নয়টি গোল করে তখন এটি ভালো কোনো বার্তা নয়। আমরা ভাবিনি যে আমাদের এমন একটি খেলা হবে। আমরা সমর্থকদের কাছে দুঃখিত। আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে কঠোর পরিশ্রম করতে হবে।
ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২০২৫/এসএ
 
												
																					 
  
 
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	