আয়ারল্যান্ড সিরিজে শামীম হোসেন পাটোয়ারীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আমার নয় বললেন বাংলাদেশ টি–টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। নির্বাচক প্যানেলে যারা আছেন তারা লিটনের সঙ্গে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নিয়েছে। তাই শামীমক বাদ দেওয়ার কল নির্বাচকদের, লিটনের নয়। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ কথা জানান লিটন।
চট্টগ্রামে কাল থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। তার আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটন বলেন, নির্বাচকেরা তাকে কিছু না জানিয়েই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, ক্যাম্প বা দল গঠনের সময়ে অন্তত অধিনায়কের সঙ্গে কথা বলার কথা থাকলেও এবার সে নিয়ম মানা হয়নি।
লিটন বলেন, শামীমকে বাদ দেওয়ার কারণ তিনি জানেন না। তার মতে, জাতীয় দলে জায়গা পাওয়া প্রতিটি খেলোয়াড়ই যোগ্য। তবে শামীমকে বাদ দেওয়ার মতো কোনো পরিস্থিতি তিনি দেখেননি। বরং স্কোয়াডে থাকলে দল উপকৃতই হতো বলে মনে করেন তিনি।
লিটন আরও জানান, বোর্ড ও নির্বাচক প্যানেল তাকে জানিয়ে দিয়েছে যে দল দেওয়া হবে, সেটাই নিয়ে মাঠে নেমে ফল আনতে হবে। তাই কোন খেলোয়াড়কে চান বা চান না, সে ব্যাপারে তার মন্তব্যের সুযোগ নেই। এই অবস্থাকে হতাশাজনক বলেই মনে করছেন লিটন। তার মতে, একজন অধিনায়কের নিজের দলের পরিকল্পনা সাজানোর সুযোগ থাকা উচিত, কিন্তু এবার দল গঠনে তার সাথে ওভাবে আলোচনা হয়নি।
এদিকে চট্টগ্রামে প্রথম ম্যাচে নামার আগে লিটনের দল নির্বাচন এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল : লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, সাইফউদ্দিন।
আগামীকাল ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৫/টিএ