
বড় খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। সাম্প্রতিককালে আইসিসির সহযোগী দেশগুলোর সঙ্গে সিরিজ হারছে টাইগাররা। ফলে সমর্থকরাও দেশের ক্রিকেটের প্রতি আস্থা হারাচ্ছেন।
বাজে পারফরম্যান্সে জাতীয় দলের জার্সিতে বছর শুরু হয়েছিল টাইগারদের। পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগে বেশ বাজেভাবে হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হার। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র হয়েছিল সিরিজটি।
আর সবশেষ আরব আমিরাত সিরিজ দিয়ে যেন আগের সব বাজে পারফরম্যান্সকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আইসিসির এই সহযোগী দেশটির সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে লিটন কুমার দাসের দল। এমন বাজে হারের পর বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমালোচনা তুঙ্গে।
আরও পড়ুন :
» জাতীয় দলে সাকিবের ফেরার সম্ভাবনা কতটুকু, জানাল বিসিবি
» পিএসএল জিতে কত টাকা পুরস্কার পেল রিশাদ-রাজাদের দল
এবার এ বিষয়ে কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বাংলাদেশের এমন হারে তার খারাপ লাগলেও কোচ কিংবা ক্রিকেটার কাউকেই দোষ দিচ্ছেন না তিনি। এটাকে খেলার অংশ হিসেবেই দেখছেন তিনি। তাছাড়া এই দলটাকে একটু সময় দিলে আরও ভালো করবে বলে বিশ্বাস এই বিসিবি পরিচালকের।
আজ সোমবার (২৬) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘কোচ আপনাকে শুধু শেখাতে পারবে, কিন্তু মাঠে গিয়ে খেলতে হবে ক্রিকেটারদের। এখানে আসলে কাউকে দোষারোপ করার কিছু নেই। হেড কোচ, সালাউদ্দিন কিংবা আরও যারা আছে, সবাইকে নিয়ে এটা একটা নতুন ইউনিট। তাদেরকে একটু সময় দিলে বোঝা যাবে তারা কেমন পারফর্ম করছে। আরব আমিরাতের কাছে এভাবে হারায় আমাদের খারাপ লেগেছে। কিন্তু এটা খেলার অংশ। আমাদেরকে এটা মানতে হবে।’
‘তবে আমি বিশ্বাস করি এই তরুণ ছেলেরা দারুণ প্রতিভাবান। তাদেরকে ধারাবাহিকতা বাড়াতে হবে এবং প্রায়োগিক দিকে উন্নতি করতে হবে। তাহলেই সামনে আরও উন্নতি হবে।’-যোগ করেন তিনি।
আরব আমিরাত সিরিজ শেষে পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ দল। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সাম্প্রতিক ব্যর্থতা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে এই সিরিজে ভালো করাটা বেশ জরুরি লিটন-শান্তদের।
ক্রিফোস্পোর্টস/২৬মে২৫/বিটি
