Connect with us
অন্যান্য

রাষ্ট্রীয় শোকে আতশবাজি ও পটকা ফোটানো দুর্ভাগ্যজনক: তামিম

Tamim
রাষ্ট্রীয় শোকে আতশবাজি ফোটানোকে দুর্ভাগ্যজনক বললেন তামিম। ছবি:সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে নতুন বছরের উদযাপনে যেন পটকা, ফানুস, আতশবাজি না ফোটানো হয়। তবে সেই অনুরোধ উপেক্ষা করেই যে যার মত উদযাপন করেছে। রাষ্ট্রীয় শোকে এমন কর্মকাণ্ডকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। 

দেশজুড়ে চলছে রাষ্ট্রীয় শোক। জাতি আজ শোকার্ত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের পক্ষ থেকে সারাদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছিল। তাছাড়া গতকাল সরকারি ছুটিও প্রদান করা হয়েছিল। তাছাড়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এবার নতুন বছরের উদযাপনে আতশবাজি, পটকা কিংবা ফানুস না ওড়াতে। তবে সেই অনুরোধের তোয়াক্কা না করে বিভিন্ন জায়গায় এখনো চলছে পটকার বিকট শব্দ। আর এতে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

গভীর রাতে ফেসবুক পোস্টে এক বার্তায় তামিম বলেন, ‘দেশে এখন রাষ্ট্রীয় শোক চলছে। গোটা দেশ শোকে কাতর। সরকার থেকেও নিষেধ করা হয়েছে এ বছর আতশবাজি, পটকা না ফোটাতে, ফানুস না ওড়াতে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপাশ।’



Tamim’s Facebook post

তিনি আরও বলেন, ‘সবার প্রতি অনুরোধ, দয়া করে এসব থেকে বিরত থাকুন। মানুষকে স্বস্তি দিন। রাষ্ট্রীয় শোকের প্রতি অনুগত থাকুন। এমন কীর্তিমান একজন মানুষকে আমরা হারিয়েছি, তার প্রতি অন্তত সম্মান জানান।’

এমন শোকাবহ সময়ে তামিমের ফেসবুক পোস্টে এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। এতে তামিম-সাকিব-মুশফিকসহ জাতীয় দলের অনেক তারকা খেলোয়াড় শোক প্রকাশ করেন।

ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য