Connect with us
ক্রিকেট

ভারত থেকে বিশ্বকাপ ম্যাচ সরানো অসম্ভব: বিসিসিআই

BCCI
বাংলাদেশের ম্যাচ সরানো প্রসঙ্গে বিসিসিআই। ছবি: সংগৃহীত

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ উঠতেই নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের একাধিক সূত্র বলছে, এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা প্রায় অসম্ভব এবং সেটি হলে পুরো টুর্নামেন্টই বড় সংকটে পড়বে।

মুস্তাফিজ ইস্যুর পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যে জানিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় বিসিবিকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে বলা হয়েছে। সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি লিগ ম্যাচের তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা। সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাবই এখন আলোচনার কেন্দ্রে।

আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যদি একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দলের পুরো বহর বিশ্বকাপ খেলতে সেখানে কতটা নিরাপদ সে প্রশ্ন উঠবেই। সে কারণেই বিষয়টি আইসিসির নজরে আনতে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।



তবে বিসিসিআইয়ের ভেতরের বক্তব্য একেবারেই ভিন্ন। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। এই সময়ে ভেন্যু পরিবর্তনের চিন্তাই করা যায় না। সূত্রটির মতে, এটি হবে ‘লজিস্টিক্যাল দুঃস্বপ্ন’। প্রতিপক্ষ দলগুলোর ফ্লাইট ও হোটেল বুকিং, প্রতিদিন একাধিক ম্যাচের সূচি, ব্রডকাস্টিং ক্রু ও সম্প্রচার অবকাঠামো সবকিছু নতুন করে সাজানো প্রায় অসম্ভব।

সূত্রটি আরও জানায়, একটি ম্যাচ শ্রীলঙ্কায় সরানো মানে পুরো সূচিতে বড় ধরনের পরিবর্তন করা। বিষয়টি যতটা সহজ শোনায়, বাস্তবে তা অনেক বেশি জটিল।

বিশ্বকাপ সূচি অনুযায়ী, কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে এবং মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলার কথা বাংলাদেশের।

এদিকে, সমঝোতার ভিত্তিতে পাকিস্তান আগেই তাদের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়েছে। ফলে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে।

ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট