Connect with us
ক্রিকেট

‘অনুশোচনা’ থেকে বিসিবি ছাড়লেন ইশতিয়াক সাদেক

Ishtiaque Sadeque
ইশতিয়াক সাদেক। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে নিজের ইচ্ছায় পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। গেম ডেভেলপমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিভাগে সময় দিতে না পারার ‘অনুশোচনা’ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। কারো প্রতি কোনো ক্ষোভ বা ভুল বোঝাবুঝি নয়, বরং ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে পদের প্রতি সুবিচার করতে পারছেন না বলেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এই পরিচালক।

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নিজের পদত্যাগপত্র পাঠান ইশতিয়াক সাদেক। ব্যক্তিগত কারণে জরুরি এই সভায় সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ইস্তফার বিষয়টি তিনি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংবাদ মাধ্যমকে ইশতিয়াক সাদেক বলেছেন, বিসিবির এই বিভাগটি ক্রিকেটের পাইপলাইন তৈরির জন্য অত্যন্ত সংবেদনশীল। গেম ডেভেলপমেন্টের গতি ত্বরান্বিত করার জন্য যে পরিমাণ প্রচেষ্টা এবং সময় প্রয়োজন, আমার পারিবারিক ও ব্যক্তিগত প্রতিশ্রুতির কারণে তা দেওয়া সম্ভব হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে অনুশোচনা বোধ করছি যে, আমি এই পদের প্রতি সঠিক বিচার করতে পারছি না। আর সে কারণেই আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।



নেই কোনো ক্ষোভ বা মান-অভিমান সাধারণত বিসিবির মতো প্রভাবশালী বোর্ডের কোনো পরিচালক পদত্যাগ করলে নানা গুঞ্জন ডালপালা মেলে। তবে ইশতিয়াক সাদেক স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো সম্পর্কের টানাপোড়েন থেকে তিনি এই সিদ্ধান্ত নেননি। কারো সঙ্গে ভুল বোঝাবুঝি বা কোনো ক্ষোভ-অভিমানে আমি চলে যাচ্ছি- এই দাবি সম্পূর্ণ মিথ্যা। আমি বোর্ডে না থাকলেও গেম ডেভেলপমেন্টের পরবর্তী নেতৃত্বের প্রতি আমার সর্বাত্মক সমর্থন থাকবে।

গত বছরের ৬ আগস্ট বিসিবি নির্বাচনে প্রথমবারের মতো পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইশতিয়াক সাদেক। বড় স্বপ্ন নিয়ে কাজ শুরু করলেও মাত্র ৬ মাসের মাথায় তার এই আকস্মিক সরে দাঁড়ানোর ঘোটনা দেশের ক্রিকেট অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট